ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শোক দিবসে রূপালী ব্যাংকের বিশেষ উদ্যোগ

প্রকাশিত: ০৫:৩১, ১৪ আগস্ট ২০১৫

শোক দিবসে রূপালী ব্যাংকের বিশেষ উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে । বৃহস্পতিবার এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. সুশীল রঞ্জন হাওলাদার বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন, পরিচালক মো. আশিকুল হক চৌধুরী, অধ্যাপক মো. হাসিবুর রশিদ, ব্যারিস্টার জাকির আহাম্মদ, এ কে এম দেলোয়ার হোসেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরী ও দেবাশীর্ষ চক্রবত্তী উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সকাল ৭ টায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সকল কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে শোক র‌্যালি বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদনের জন্য ৩২ ন¤¦রে যাত্রা করা হবে। এর পরে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দিনব্যাপী কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের ১০টি বিভাগীয় কার্যালয়ও দোয়া মাহফিল আয়োজনের জন্য নির্দেশ দেয়া হয় বৈঠকে।
×