ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভাঙ্গায় তারেক মাসুদ স্মরণসভা আজ

প্রকাশিত: ০৬:১৮, ১৩ আগস্ট ২০১৫

ভাঙ্গায় তারেক মাসুদ  স্মরণসভা আজ

সংবাদদাতা, ভাঙ্গা, ফরিদপুর ॥ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। প্রয়াত তারেক মাসুদের সমাধীতে সকাল দশটায় পুষ্প অর্পণের মাধ্যমে স্মরণসভার সূচনা হবে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারেক মাসুদকে স্মরণ করা হবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই চলচ্চিত্র নির্মাতা ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় তিনি মাদ্রাসায় পড়াশুনা করেন। অতঃপর নটরডেম কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে এম এ পাশ করেন। ছাত্র অবস্থায় তিনি চলচ্চিত্র নির্মাণের দিকে ঝুঁকে পড়েন। ১৯৯৫ সালে তার চলচ্চিত্র ‘মুক্তির গান’ প্রকাশিত হয়। এর পরই তার নাম বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর তিনি তৈরী করেন ‘মুক্তির কথা’, ‘অন্তর যাত্রা’, ‘মাটির ময়না’, ‘রানওয়ে’ প্রভৃতি চলচ্চিত্র। স্বীকৃতি স্বরূপ ২০০২ সালে তিনি কান চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত হন। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জ জেলার ঘিয়রের ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। চলচ্চিত্রের আরেক কৃতিমান পুরুষ মিশুক মুনিরসহ এ দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারান।
×