ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যার কণ্ঠে বর্ষার গান

প্রকাশিত: ০৬:১৮, ১৩ আগস্ট ২০১৫

বন্যার কণ্ঠে বর্ষার গান

সংস্কৃতি ডেস্ক ॥ দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান নিয়ে ‘বাদল ধারার ঝর ঝরে’ নামে একক এ্যালবাম সাজিয়েছেন। এ্যালবামের মোড়ক বানানো হয়েছে পাতার আদলে। এতে গান রয়েছে ১০টি। গানগুলোর রেকর্ড হয়েছে কলকাতায়। সঙ্গীতায়োজন করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। এ্যালবামের গানগুলো হলো কদম্বেরই কানন ঘেরি, বজ্রমানিক দিয়ে গাঁথা, আমার নিশীথরাতের বাদল ধারা, অনেক কথা বলেছিলাম, ধরণীর গগনের মিলনের ছন্দে, কোথা যে উধাও হলো, হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু, পুব-হাওয়াতে দেয় দোলা, নূপুর বেজে যায় রিনিরিনি, আমি শ্রাবণ আকাশে ওই দিয়েছি পাতি প্রভৃতি।
×