ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গত অর্থবছরে বেপজার কর্মসংস্থান প্রবৃদ্ধি ১০৭.১০ শতাংশ

প্রকাশিত: ০৬:১৩, ১৩ আগস্ট ২০১৫

গত অর্থবছরে বেপজার কর্মসংস্থান প্রবৃদ্ধি ১০৭.১০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০১৪Ñ১৫ অর্থবছরে পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। গত অর্থবছরে বেপজাধীন আটটি ইপিজেডে ৩১,০৮৪ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ২০১৩Ñ১৪ অর্থবছরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল ১৫,০০৯ জনের অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ১০৭.১০ শতাংশ। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নে বেপজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত অর্থবছরে নতুন কর্মসংস্থানকৃত ৩১,০৮৪ জন শ্রমিকের মধ্যে কর্ণফুলী ইপিজেডে যুক্ত হয়েছে ৯১৬৭ জন, চট্টগ্রাম ইপিজেডে ৮১৯৪ জন, কুমিল্লা ইপিজেডে ৫৩৪৭ জন, উত্তরা ইপিজেডে ৪৮৬৪ জন, আদমজী ইপিজেডে ৪০৮৪ জন, ঈশ্বরদী ইপিজেডে ১১২৯ জন এবং মংলা ইপিজেডে ১৮২ জন। অন্যদিকে ২০১৩Ñ১৪ অর্থবছরে কর্মসংস্থান হয়েছিল ১৫,০০৯ জন বাংলাদেশী নাগরিকের যার মধ্যে কর্ণফুলী ইপিজেডে ৬,৫৭৫ জন, আদমজী ইপিজেডে ৫,১৩৩, উত্তরা ইপিজেডে ২,৪৬০, কুমিল্লা ইপিজেডে ১,৭৬১, ঈশ্বরদী ইপিজেডে ১,১২৩ এবং ঢাকা ইপিজেডে ৪৮৮ জন। জুন ২০১৫ পর্যন্ত বেপজাধীন আটটি ইপিজেডের ক্রমপুঞ্জিত কর্মসংস্থানের পরিমাণ দাঁড়িয়েছে ৪,২০,১০১। জুন ২০১৪ পর্যন্ত যার পরিমাণ ছিল ৩,৮৯,০১৭। উল্লেখ্য, গত অর্থবছরে ১৭টি নতুন শিল্প প্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ২০১৪Ñ১৫ অর্থবছর শেষে বেপজায় উৎপাদনরত শিল্পের সংখ্যা পৌঁছেছে ৪৪৫টিতে যা ২০১৩Ñ১৪ অর্থবছর শেষে ছিল ৪২৮টি। চালু প্রতিষ্ঠানসমূহের মধ্যে ২৪৮টি শতভাগ বিদেশী, ৬৬টি যৌথ মালিকানাধীন এবং ১৩১টি সম্পূর্ণ বাংলাদেশী মালিকানাধীন।
×