ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না ॥ ডাঃ কামরুল

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না ॥  ডাঃ কামরুল

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না এবং আমিও উপাচার্য হতে পারতাম না। আজ বাংলাদেশের মানুষ যেখানে যে অবস্থানে রয়েছেন, তারা কেউই সেখানে থাকতেন না। বঙ্গবন্ধু আমাদের সকল কর্মকা-ের প্রেরণার উৎস। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লকের দ্বিতীয় তলায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে বঙ্গবন্ধুর ওপর ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা ও চলচ্চিত্র প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রোগীর সেবায় হই আরও যতœবান’ এ সেøাগান সামনে রেখে কর্মসূচী গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২ থেকে ১৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিদিন বিকেল ৩টায় চলচ্চিত্র প্রদর্শনী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
×