ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়ি দখলের অভিযোগে ফিরোজ রশিদকে দুদকে তলব

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ আগস্ট ২০১৫

বাড়ি দখলের অভিযোগে ফিরোজ রশিদকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতির মাধ্যমে ধানম-িতে সরকারী বাড়ি দখলের অভিযোগ অনুসন্ধানে তাকে বৃহস্পতিবার সকালে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের একটি সূত্র বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেছে। দুদকের উপ-পরিচালক ও অভিযোগটির অনুসন্ধানী কর্মকর্তা মোঃ জুলফিকার আলী সম্প্রতি তাকে তলব করে নোটিস দেন। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো ওই নোটিসে তাকে বৃহস্পতিবার সকালে দুদকে হাজির হতে বলা হয়েছে। এর আগে অভিযোগটির সত্যতা যাচাইয়ে ইতোমধ্যে দুদক কর্মকর্তা গণপূর্ত, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও হালনাগাদ তথ্য সংগ্রহ করেন দুদক কর্মকর্তা। রাজধানীর ধানম-ি আবাসিক এলাকার ২ নম্বর রোডে অবস্থিত এক বিঘা আয়তনের ১০ নাম্বার প্লটটি (পুরাতন ৭০) এক সময়ের মালিক ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী। অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, ভুয়া দাতা সাজিয়ে প্লটটি আত্মসাত করেন কাজী ফিরোজ রশিদ। বাড়িটির মালিক ছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী। পরে তার উত্তরাধিকারীরা বাড়িটি সরকারের কাছ থেকে লিজ নেন।
×