ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়রের বয়স তিন!

প্রকাশিত: ০৫:৪৪, ১৩ আগস্ট ২০১৫

মেয়রের বয়স তিন!

নগর পিতার বয়স মাত্র তিন। কি বিশ্বাস হচ্ছে না? আজগুবি বলে হেসেই উড়িয়ে দিচ্ছেন। কিন্তু ঘটনা সত্য। নগর পিতা জেমস টাফটসের বয়স মাত্র তিন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর ডরসেটের মেয়র তিনি। এর আগে তার বড় ভাই ছিলেন ঐ শহরটির মেয়র। তার বয়স নয় বছর। তিনি দুই মেয়াদে শহরের মেয়রের দায়িত্ব পালন করেন। তারই স্থলাভিষিক্ত হলেন তার ছয় বছরের ছোট ভাই। তিনি ২ আগস্ট মেয়র নির্বাচিত হয়েছেন। ডরসেটের খাদ্য উৎসব পালনের সময় জেমসকে মেয়র ঘোষণা করা হয়। লটারির মাধ্যমে তিনি মেয়র নির্বাচিত হন। ছোট ভাইয়ের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় তিনি পপি (কার্টুন) নিয়ে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এক সাক্ষাতকারে রবার্টস টাফটস বলেন, আমি মেয়রের দায়িত্ব পালন করার বিষয়টি খুবই উপভোগ করেছি। মা এমা টাফটস বলেন, তিনি তার সন্তানদের নিয়ে গর্বিত। কেননা, তার ছেলেরা মেয়রের দায়িত্ব খুব ভালভাবে পালন করছে। উল্লেখ্য, এই শহরে বাস করে মাত্র জনা বাইশেক লোক। যে কেউ এখানকার মেয়র হতে পারেন। আনুষ্ঠানিকতা রক্ষার জন্য জেমসকে মেয়র নির্বাচিত করা হয়েছে। সূত্র: ইন্টারনেট
×