ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জোট নেতাদের সঙ্গে আজ খালেদার বৈঠক

প্রকাশিত: ০৫:৪৭, ১২ আগস্ট ২০১৫

জোট নেতাদের সঙ্গে আজ  খালেদার  বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ এক বছর পর ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ বুধবার রাত ৮টায় খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার জনকণ্ঠকে জানিয়েছেন। বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচী, নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা এবং খালেদা জিয়ার লন্ডন সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জোটনেত্রী খালেদা জিয়া। এরপর এ জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক হয়েছে গতবছর নভেম্বর মাসে। ২০ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে রয়েছে জামায়াত, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), এলডিপি, জাতীয় পার্টি (জাফর), ইসলামী ঐক্যজোট, কল্যাণ পার্টি, খেলাফত মজলিশ, এনডিপি, এনপিপি, ডেমোক্রেটিক লীগ, পিপলস লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ, জাগপা, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, ইসলামিক পার্টি ও সাম্যবাদী দল।
×