ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মন্তব্য হেসে হেসে উড়িয়ে দিলেন হিলারি

প্রকাশিত: ০৪:৩৩, ১২ আগস্ট ২০১৫

ট্রাম্পের মন্তব্য হেসে  হেসে উড়িয়ে  দিলেন হিলারি

নারীদের ওপর রিপাবলিকানদের উগ্রদৃষ্টিভঙ্গির নিন্দা করে ডোনাল্ড ট্রাম্পের উক্তি হেসে উড়িয়ে দিয়েছেন হিলারি ক্লিন্টন। ডেমোক্র্যাটিক দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অগ্রগামী প্রার্থী হিলারি বলেছেন, ফক্স নিউজের বিতর্ক সমন্বয়কারী মেগিন কেলি বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অশোভন ও অবমাননাকর। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ট্রাম্পের বিরুদ্ধে এ নিন্দা প্রকাশ নির্বাচনী প্রচার অভিযানে নারী অধিকারের প্রতি আরও সোচ্চার করে তুলেছে হিলারিকে। অন্যদিকে এক জনমত জরিপে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার বিভ্রান্তিকর বিতর্ক দক্ষতা এবং বিশিষ্ট নারী সাংবাদিক কেলির ওপর মন্তব্য সত্ত্বেও রিপাবলিকান মনোনয়ন প্রতিযোগিতায় তার প্রতি জনমত অপরিবর্তিত রয়েছে এবং কমেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী জেব বুশের। হিলারি সোমবার রিয়েল এস্টেট মোগল ও রিপাবলিকান অগ্রবর্তী প্রার্থী ট্রাম্পের বক্তব্যকে ভর্ৎসনা করে বলেন, কেলির বিতর্কানুষ্ঠানের কঠিন প্রশ্নের জবাবে তার (ট্রাম্প) স্পষ্টত উল্লেখ কেলির রজঃস্রাব থেকে উদ্ভূত। তিনি বলেন, ট্রাম্পের উক্তি মনোযোগের দাবি রাখে। কিন্তু হিলারি দ্রুত নারীর প্রজনন ক্ষমতার ওপর উগ্র ও অশোভন মন্তব্যের জোরালো সমালোচনা করেন। টেলিগ্রাফ বলেছে, সোমবার প্রকাশিত রয়টার ও ইপসোস্টের এক জরিপে বলা হয়, কোটিপতি ট্রাম্পের প্রতি সমর্থন ২৪ শতাংশে অটুট রয়েছে। গত সপ্তাহের টেলিভিশন বিতর্কের পর এ সমর্থন অপরিবর্তিত থাকে। খবর গার্ডিয়ান ও টেলিগ্রাফ অনলাইনের।
×