ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুদহার বাড়ানো থেকে বিরত থাকল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪:১৭, ১২ আগস্ট ২০১৫

সুদহার বাড়ানো থেকে বিরত থাকল অস্ট্রেলিয়া

সুদহার বাড়ানোর কথা থাকলেও তা বাড়ায়নি অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক। সুদহার অপরিবর্তিত রাখার কারণ অস্ট্রেলীয় ডলারের বিনিময় হার কমে আসা এবং সিডনিতে গৃহায়ন খরচ বৃদ্ধি। গত মাসে অস্ট্রেলীয় ডলারের দর পতন হয়েছে ৭৩ সেন্ট। অন্যদিকে ২০১১ সালে সর্বোচ্চে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত মুদ্রাটির বিনিময় মূল্য কমে এসেছে প্রায় ৩৫ শতাংশ। মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের বিনিময় মূল্য বর্তমানে নেমে এসেছে ছয় বছরের সর্বনিম্নে। অস্ট্রেলীয় ডলারের নিম্নমুখিতা ক্ষতিগ্রস্ত করছে দেশটির রফতানি আয়কে। প্রধানত খাতটিকে সুবিধা দেয়ার জন্যই সুদহার কমিয়ে রেখেছে অস্ট্রেলীয় সরকার।Ñঅর্থনৈতিক রিপোর্টার
×