ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বিলুপ্ত ছিটমহলে বাংলাদেশ ব্যাংকের সভা

প্রকাশিত: ০৪:১৬, ১২ আগস্ট ২০১৫

নীলফামারীতে বিলুপ্ত ছিটমহলে বাংলাদেশ ব্যাংকের সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সদ্য বিলুপ্ত হওয়া ছিটমহলবাসীকে আর্থিক অবস্থার উন্নয়ন এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ব্যাংক ঋণ সহায়তা দিতে তথ্য যাচাই শুরু হয়েছে। আর এ জন্য নীলফামারীর ডিমলা উপজেলার চারটি বিলুপ্ত ছিটমহল পরিদর্শনে তথ্য ফরম বিতরণ এবং ছিটমহলবাসীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষে মতবিনিময় সভা করা হয়। মঙ্গলবার দুপুরে ২৮ নম্বর খারিজা বড়খানকীবাড়ির বাসিন্দা ফরহাদ হোসেনের বাড়ির চত্বরে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর বিভাগীয় শাখার মহাব্যবস্থাপক খুরশীদ আলম ও বিশেষ অতিথি ছিলেন যুগ্ন-পরিচালক ফজলার রহমান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক নীলফামারীর আঞ্চলিক অফিসের সহকারী জেনারেল ম্যানেজার অমরেন্দ্র নাথ বিশ্বাস । সভায় বিলুপ্ত চারটি ছিটমহলের ৫৪৫ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় খুরশীদ আলম জানান, ব্যাংক থেকে ঋণ সুবিধা পেতে হলে জমির প্রয়োজনীয় কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়।
×