ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা এলজিইডির ২২ কর্মচারী বেতন পাচ্ছেন না এক বছর

প্রকাশিত: ০৪:০১, ১২ আগস্ট ২০১৫

নেত্রকোনা এলজিইডির  ২২ কর্মচারী বেতন  পাচ্ছেন না এক বছর

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ আগস্ট ॥ দীর্ঘ এক বছর যাবত বেতন-ভাতা বকেয়া থাকায় নেত্রকোনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) মাস্টাররোলে কর্মরত ২২ কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জানা গেছে, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ওই কর্মচারীরা রোলার চালক, গাড়ি চালক, ইলেক্ট্রিশিয়ান, অফিস সহায়ক, ল্যাব সহকারী, অফিস সহকারীসহ নানা পদে কর্মরত। গত বছরের (২০১৪) আগস্ট মাস থেকে তাদের বেতন ভাতা বকেয়া রয়েছে। গত ঈদেও তাদের বেতন-ভাতা দেয়া হয়নি। এমনকি চলতি মাসেও বেতন হবার সম্ভাবনা নেই। অথচ তাদের ঠিকই নিয়মিত দায়িত্ব পালন করতে হচ্ছে। এসব কর্মচারীদের বেশিরভাগের বাড়ি দূরদূরান্তের বিভিন্ন জেলায়। বেতন-ভাতা না পাওয়ায় তাদের অনেকে নিয়মিত বাসাভাড়া দিতে পারছেন না। সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে পারছেন না। কয়েক কর্মচারী জানান, তাদের কেউ কেউ ৮ থেকে ১০ বছর যাবত একই পদে মাস্টাররোলে কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে এলজিইডির স্থানীয় নির্বাহী প্রকৌশলী এ কে এম ইসমত কিবরিয়া জানান, ফান্ড ক্রাইসিসের কারণে ওই কর্মচারীদের কিছু বেতন-ভাতা বকেয়া রয়েছে। একসঙ্গে তাদের কয়েক মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়। ওদিকে তাদের পর্যায়ক্রমে আত্তীকরণের বিষয়টিও প্রক্রিয়াধীন।
×