ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাজা শেষেও ফিরতে পারছে না চার বিদেশী বন্দী

প্রকাশিত: ০৩:৫৯, ১২ আগস্ট ২০১৫

সাজা শেষেও ফিরতে পারছে না চার  বিদেশী বন্দী

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১১ আগস্ট ॥ বান্দরবান জেলা কারাগারে সাজা ভোগের মেয়াদ শেষে চার বিদেশী বন্দী নিজ দেশে ফিরতে পারছে না। বান্দরবান জেলা কারাগার সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় ও এক মিয়ানমার নাগরিকের বিভিন্ন মেয়াদের সাজা ভোগের পর স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তারা দেশে ফিরতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদন সূত্রে জানা গেছে, ভারতের নদীয়া জেলার কল্যাণী থানার যোগেশ মিস্ত্রির পুত্র তপন হারামী নম এবং বিহারের গোপালগঞ্জ থানার রাজেস্বী বিহারীর পুত্র শ্রী গৌবিন্দ বিহারীর সাজার মেয়াদ ১৩ সালের ২৪ অক্টোবর শেষ হয়। একই দেশের মহারাষ্ট্র প্রদেশের লাতুর জেলার চাকুর থানার মুখিন ভবপ্রে এর পুত্র সিবাজীর গত ৯ এপ্রিল এবং মিয়ানমারের আকিয়াব জেলার বুচিদং থানার আবু শামার পুত্র রফিকের ১১ এপ্রিল সাজার মেয়াদ শেষ হয়। আরও জানা গেছে, ভারতীয় নাগরিক তপন হারামী নম ও গৌবিন্দ বিহারীর সাজার মেয়াদ শেষ হয়েও প্রায় দুই বছরের কাছাকাছি সময় কারা ভোগ করছে, অন্যদিকে ভারতীয় নাগরিক সিবাজী ও মিয়ানমারের নাগরিক মোঃ রফিকের সাজা ভোগের মেয়াদ শেষ হয়ে চার মাস অতিবাহিত হলেও তারা মুক্ত জীবনে ফিরতে পারছে না। এসব বন্দীদের নিজ দেশে প্রত্যাবাসন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কারা মহাপরিদর্শককে একাধিকবার চিঠি দেয়া হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ার কারণে তাদের সাজার মেয়াদ বহু আগে শেষ হলেও নিজ নিজ দেশে ফেরত পাঠানো যায়নি। বান্দরবান জেলা কারাগারে বন্দী রাখার ধারণ ক্ষমতা ১০ হলেও বর্তমানে দেশী-বিদেশী বন্দী মিলে আছে দুইশ’। এ ব্যাপারে বান্দরবান জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার গোলাম মোরশেদ বলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠাতে চারবার পত্র দেয়া হয়েছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় পাঠানো যাচ্ছে না।
×