ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সালমাদের পাকিস্তান সফর

ভেন্যু পরিবর্তনের আহ্বান বিসিবির

প্রকাশিত: ০৬:৪৬, ১১ আগস্ট ২০১৫

ভেন্যু পরিবর্তনের আহ্বান বিসিবির

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে শুরু হওয়া মহিলা ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প তৃতীয়দিনের মতো শেষ হয়েছে সোমবার। এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমির জিমনেসিয়ামে কাটিয়েছেন বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ২৬ ক্রিকেটার। দলের প্রধান কোচ শ্রীলঙ্কার চাম্পিকা গামাগে ও ফিটনেস ট্রেনার জাহিদুল ইসলাম খোকনের অধীনে হয়েছে এই জিম সেশন। মূলত প্রথম পর্বের এ ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেসের প্রতিই গুরুত্ব দেয়া হচ্ছে। মূলত আগামী অক্টোবরে সফরকারী দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে সিরিজ খেলার জন্যই প্রস্তুত হচ্ছে সালমা খাতুনের দল। যদিও প্রস্তাবিত পাকিস্তান সফরও আছে সামনে। তবে নিরাপত্তা প্রশ্নে ঝুলে আছে সফর চূড়ান্ত হওয়াটা। এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে ভেন্যু করাচী থেকে সরিয়ে লাহোরে নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। কারণ সম্প্রতিই করাচীতে কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে করাচীতে। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন মহিলা ক্রিকেটাররা। এ কারণে তাদের ফিটনেসটাকেই গুরুত্ব দেয়া হচ্ছে শনিবার থেকে শুরু হওয়া ২৬ ক্রিকেটারের ফিটনেসকে। প্রতিদিনই শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর কিংবা জিমনেসিয়ামে হচ্ছে কঠোর অনুশীলন। ১৬ আগস্ট পর্যন্ত চলা ফিটনেস অনুশীলনে যারা ভালভাবে উতরে যাবেন তাদের নিয়ে চূড়ান্ত স্কোয়াড গঠন করা হবে। তাদের নিয়ে দ্বিতীয় পর্বের অনুশীলন ১৯ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সোমবার বিকেলে মহিলা ক্রিকেটারদের ঐচ্ছিক ব্যাটিং-বোলিং করার সুযোগ থাকলেও অনুশীলন করেননি দলের কোন ক্রিকেটার। আজ সকালে আবার অনুশীলন করবেন সালমা খাতুনরা। বিকেলে হওয়ার কথা রয়েছে ব্যাট-বলের অনুশীলন। দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফর উপলক্ষে তৈরি হচ্ছেন সালমারা। অক্টোবরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে প্রোটিয়া মহিলা ক্রিকেট দল ৫ ওয়ানডে ও ৩ টি২০ ম্যাচ খেলবে। এর মাঝেই আছে প্রস্তাবিত পাকিস্তান সফর। আগস্টের ৩১ থেকে সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাক সফরের কথা রয়েছে। সূচী অনুসারে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি২০ ম্যাচ হওয়ার কথা রয়েছে। বরাবরের মতোই এ সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আছে সমস্যা। বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা ইতোমধ্যেই পাকিস্তান সফরের বিষয়ে নিজেদের নিরাপত্তার বিষয়টি বিসিবিকে জানিয়েছে। বিসিবিও চাচ্ছে খেলার ভেন্যু করাচী থেকে সরিয়ে লাহোরে স্থানান্তরিত করতে। কারণ সম্প্রতি করাচীর ন্যাশনাল স্টেডিয়ামের যাওয়ার পথে ওয়াসিমের ওপর গুলির ঘটনা ঘটে। বিসিবি থেকে জানানো হয়েছে পাকিস্তানকে ভেন্যু করাচীর পরিবর্তে লাহোরে স্থানান্তর করার জন্য। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেন, ‘আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে খেলার ভেন্যু বদলানোর বিষয়টি জানিয়েছি। তারা করাচীতে সিরিজ খেলার বিষয়ে আগেই জানিয়েছিল। তবে আমি মনে করি লাহোরও অন্য এশটি ভেন্যু হতে পারে।’ এছাড়া পাকিস্তানের সার্বিক নিরাপত্তার দেখতে শীঘ্রই একটি প্রতিনিধি দল পাঠাবে বিসিবি।
×