ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় তিন সরকারী কলেজে ১২শ’ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত: ০৬:৪১, ১১ আগস্ট ২০১৫

কুমিল্লায় তিন সরকারী কলেজে ১২শ’ পরীক্ষার্থী ফেল

নিজস্ব সংবাদদাতা কুমিল্লা, ১০ আগস্ট ॥ কুমিল্লা মহানগরীর ৩টি সরকারী কলেজে এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা সরকারী কলেজ ও কুমিল্লা সরকারী মহিলা কলেজ থেকে এবার মোট ৩ হাজার ৮৪৫ জন পরীক্ষা দিয়ে ফেল করেছে ১১শ’ ৯০ জন শিক্ষার্থী। জানা গেছে, এবার কুমিল্লা সরকারী মহিলা কলেজ থেকে ৩টি বিভাগে ১ হাজার ৪১০ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৯২ জন, জিপিএ-৫ পেয়েছে ১১ জন এবং এ কলেজে পাসের হার ৫৬ শতাংশ। এ কলেজে ফেল করেছে ৬১৮ জন শিক্ষার্থী। কুমিল্লা সরকারী কলেজে ১ হাজার ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩টি বিভাগে মোট পাস করেছে ৬৪৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। এ কলেজে পাসের হার ৬২.৬৩ শতাংশ। এ কলেজে ফেল করেছে ৩৮৬ জন। কলেজ অধ্যক্ষ নাজনীন রহমান জানান, নতুন করে যুক্ত হওয়া বিষয় আইসিটি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা কম থাকায় এমন ফলাফল হয়েছে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজে যেখানে গোল্ডেন জিপিএ কিংবা জিপিএ-৫ ছাড়া ভর্তি হওয়াই দুষ্কর সে কলেজে এবার ১ হাজার ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন। এ কলেজে পাসের হার ৮৬.৭৩ শতাংশ। এ কলেজে ফেল কলেজে ১৮৬ জন শিক্ষার্থী। তবে কলেজ অধ্যক্ষ আবদুর রশিদ জানান, নিয়মিত ছাত্ররা ফল ভাল করেছে। তবে অনেক অভিভাবক জানান, শহরের আনাচে-কানাচে বাসা-বাড়িতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং সেন্টার, প্রাইভেট টিউশনির কারণে শিক্ষকদের একটি বড় অংশ শ্রেণীকক্ষে শিক্ষার প্রতি মনোযোগী হন না। ফলে ভাল ফলাফল সম্ভব হয় না।
×