ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আলোর নাচন পাতায় পাতায়’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৬:৩৪, ১১ আগস্ট ২০১৫

‘আলোর নাচন পাতায় পাতায়’ এ্যালবামের প্রকাশনা

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছে গোলাম হায়দার ও বিলু সিদ্দিকীর কণ্ঠে ধারণকৃত রবীন্দ্র সঙ্গীতের এ্যালবাম ‘আলোর নাচন পাতায় পাতায়’। রবিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী তপন মাহমুদ, আমিনা আহমেদ, বিশ্বজিৎ রায়, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া প্রমুখ। প্রকাশিত এ্যালবামে রয়েছে ১০টি গান। এ্যালবামের গানগুলোর শিরোনাম হলো এই তো ভাল লেগেছিল, আজি মর্মও ধ্বনি কেন, ওগো শোন কে বাজায়, বনে যদি ফুটল, এ পারে মুখর হলো, আজি বর্ষ রাতের শেষে, এসো শ্যামল সুন্দর, পিনাকেতে লাগে টঙ্কার, আমার দোসর যে জন ও গো ও না রে না রে প্রভৃতি। পুরো এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন ইফতেখার হোসেন সোহেল।
×