ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফের চলচ্চিত্র প্রযোজনায় মৌসুমী

প্রকাশিত: ০৬:৩৩, ১১ আগস্ট ২০১৫

ফের চলচ্চিত্র প্রযোজনায় মৌসুমী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা এবং পরিচালক মৌসুমীকে এর আগেও প্রযোজনা করতে দেখা গেছে। ‘গরীবের রানী’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। সেটাও ১৯ বছর আগের কথা। তবে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ওই চলচ্চিত্রের প্রযোজক হিসেবে বাবা নাজমুজ্জামান মনির নাম দেখানো হয়েছিল। মাঝের দেড় যুগেরও বেশি সময় চলচ্চিত্র প্রযোজনা না করলেও ছোটপর্দার জন্য বেশকিছু নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন মৌসুমী। এবারের ঈদেও মৌসুমীর প্রযোজনা সংস্থা স্বাধীন প্রোডাকশন থেকে দুটি নাটক ও টেলিফিল্ম নির্মিত হয়েছে। তিন মাস আগে ঘোষণা দিয়েছিলেন আবারও প্রযোজনায় নামছেন মৌসুমী। তবে তখনও কাজ অনেকটা বাকি ছিল বলে প্রকাশ্যে ঘোষণা আসেনি। সময় নিয়ে নিজেকে গুছিয়ে নিয়েছেন। এবার অচিরেই ঘোষণা দিতে যাচ্ছেনÑ তার প্রযোজিত চলচ্চিত্রের কাজ শুরু হচ্ছে। তবে কবে নাগাদ শুরু হবে তা জানা না গেলেও এটুকু জানা গেছে, মৌসুমী প্রযোজিত নতুন চলচ্চিত্রের নাম ঠিক করা হয়েছে ‘আমি এতিম হতে চাই’। স্বাধীন প্রোডাকশন হাউস থেকে চলচ্চিত্রটি নির্মিত হবে। তবে চলচ্চিত্রটি কে পরিচালনা করবেন সে বিষয়টি এখনও খোলাসা করে জানানো হয়নি। তবে জানা গেছে, চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ওমর সানি। তার বিপরীতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কথা ভাবছেন মৌসুমী। এরমধ্যে আলোচনাও হয়েছে ঋতুপর্ণার সঙ্গে। কথা পাকা হলে শীঘ্রই সানি-ঋতুপর্ণা জুটিবদ্ধ হচ্ছেন। এ প্রসঙ্গে চলচ্চিত্র অভিনেতা ও মৌসুমীর স্বামী ওমর সানি জানান, চলচ্চিত্রটি নিয়ে আমরা সবাই বেশ সিরিয়াস। ১৫ দিন ধরে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছি। সব অভিনয়শিল্পীকে এখনও কাস্টিং করা হয়নি। কয়েকদিনের মধ্যেই করা হবে। তবে আমি অভিনয় করছি এটা নিশ্চিত। কলকাতা থেকে ঋতুপর্ণার সঙ্গে কথাবার্তা চলছে। সাইন করলেই কাজ শুরু হবে। আমাদের এ নতুন কাজের জন্য সবার কাছে দোয়া চাই।
×