ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে একই পরিবারের আটজনকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৬:২৯, ১১ আগস্ট ২০১৫

যুক্তরাষ্ট্রে একই  পরিবারের আটজনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে হ্যান্ডকাফ লাগানো অবস্থায় মাথায় গুলিবিদ্ধ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিবিসি বলছে, সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের সঙ্গে গোলাগুলি করার পর গ্রেফতার করা হয়েছে। খবর ওয়েবসাইটের। শনিবার দিনের শেষভাগে হিউস্টন এলাকা থেকে পুলিশকে খবর দেয়া হলে পুলিশের একটি দল ওই বাড়িতে গিয়ে হাজির হয়। এরপর তারা এক শিশুর মৃতদেহ দেখতে পেয়ে বাড়িটির ভেতরে প্রবেশের চেষ্টা চালান। আর তখনই গোলাগুলি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক গোলাগুলির পর পুলিশের সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে ওই ব্যক্তি আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের নাম ডেভিড কনলে (৪৮)। তার বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে খুনের অভিযোগ আনা হয়েছে। হ্যারিসের কাউন্টি শেরিফ অফিস থেকে বলা হয়েছে, পুলিশ বাড়ির ভেতরে ঢুকতে চাইলে আগে থেকেই সেখানে থাকা এক ব্যক্তি গুলি চালায়। আদালতের নথি থেকে জানা গেছে, সর্বশেষ ১৯৮৮ সালে ডেভিড কনলের বিরুদ্ধে অপরাধের ইতিহাস রয়েছে।
×