ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝাড়খণ্ডে পদপিষ্ট হয়ে ১১ পুণ্যার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৬:২৯, ১১ আগস্ট ২০১৫

ঝাড়খণ্ডে পদপিষ্ট হয়ে ১১ পুণ্যার্থীর মৃত্যু

ভারতের ঝাড়খ- রাজ্যের দেওঘরে একটি মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোর ৫টার দিকে বৈদ্যনাথ মন্দিরে ভক্তের ভিড়ের চাপে হতাহতের এ ঘটনা ঘটে। প্রতি বছর শ্রাবণ মাসে ভক্তরা বৈদ্যনাথ মন্দিরে জড়ো হয়ে শিবমূর্তির মাথায় গঙ্গাজল ঢেলে আচার পালন করেন। ভোরে মন্দিরের বাইরে হাজার হাজার মানুষের লাইনের মধ্যে আগে যাওয়ার চেষ্টায় হুড়োহুড়ি শুরু হলে পদদলনের এই ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে পদদলনের ঘটনা এর আগেও ঘটেছে। ২০০৭ সালের ওই ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতে হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানে প্রতি বছরই ভিড়ের চাপে পদদলিক হওয়ার ঘটনায় বহু পুণ্যার্থীর মৃত্যু হয়। Ñএএফপি
×