ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ফের সূচকের পতন

প্রকাশিত: ০৬:২৭, ১১ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে ফের সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে সোমবার ফের দরপতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেনের পরিমাণ কমে গেছে। গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে সূচক বাড়ার কারণে বেশ কিছু কোম্পানির দর বাড়ায় অনেকেই মুনাফা তোলার চেষ্টা করছেন। ফলে সোমবারেও সূচকের নেতিবাচক প্রবণতা ছিল। আর এই কারণেই বিনিয়োগকারীদের অংশগ্রহণও কিছুটা কম ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসইতে ৬৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৩ কোটি ১১ লাখ টাকা বা ১ দশমিক ৯৫ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৬৭৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইর সার্বিক সূচক বা প্রধান মূল্য সূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৯ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, এ্যাপোলো ইস্পাত, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়র্ড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইফাদ অটোস এবং গ্রামীণফোন। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : নদার্ন জুটস, জেমিনি সী ফুড, জাহিন স্পিনিং, লিব্রা ইনফিউশন, ১ম আইসিবি, এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ড, গ্লোবাল হেভি কেমিক্যাল, ফার কেমিক্যাল, আরামিট ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : দুলামিয়া কটন, প্রগেসিভ লাইফ, আনালিমা ইর্য়ান, দেশ বন্ধু, বিডি ওয়েল্ডিং, বিচ হ্যাচারী, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, কাসেম ড্রাইসেল, লিগ্যাসি ফুটওয়ার ও সাইথ ইস্ট মিউচুয়াল ফান্ড। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টি কোম্পানির, দর কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।
×