ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গরুর মাংস রফতানিতে ফের শীর্ষে ভারত

প্রকাশিত: ০৬:২৫, ১১ আগস্ট ২০১৫

গরুর মাংস রফতানিতে ফের শীর্ষে ভারত

সারাবিশ্বে গরু ও মহিষের মাংস রফতানিতে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। এই তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে ২৪ লাখ টন গরু-মহিষের মাংস রফতানি করেছে ভারত। একই সময়ে ব্রাজিল ও অস্ট্রেলিয়া যথাক্রমে ২০ লাখ টন এবং ১৫ লাখ টন মাংস রফতানি করেছে। বিশ্বে মোট চাহিদার ৫৮ দশমিক ৭ শতাংশ মাংস যৌথভাবে রফতানি করে এই তিনটি দেশ। এতে আরও বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে বিশ্বের মোট চাহিদার ২৩ দশমিক ৫ শতাংশ গরু-মহিষের মাংস রফতানি করেছে ভারত। আগের অর্থবছরের মোট চাহিদার ২০ দশমিক ৮ শতাংশ মাংস রফতানি করেছিল দেশটি। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত মূলত মহিষের মাংস রফতানি করে। -অর্থনৈতিক রিপোর্টার
×