ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাল

প্রকাশিত: ০৬:২০, ১১ আগস্ট ২০১৫

প্রধানমন্ত্রী তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কাল

সরকার ও জনসাধারণের মধ্যে সেতুবন্ধ গড়ার লক্ষ্যে রাজধানীর সার্কিট হাউস রোডে বর্তমান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রাঙ্গণে ‘তথ্যভবন’ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ আগস্ট বুধবার এ প্রকল্পের আওতায় তথ্যভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। খবর বাসসর। ষাট কোটির বেশি টাকা ব্যয়ে প্রায় ৩৮ কাঠা জমির ওপর ১৬তলাবিশিষ্ট তথ্যভবনটি নির্মিত হবে। এ ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, গণযোগাযোগ অধিদফতর ও বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অফিসের স্থান সঙ্কুলান হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি থাকবেন। তথ্যসচিব মরতুজা আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
×