ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীর্ষে জো রুট

প্রকাশিত: ০৬:৩৩, ১০ আগস্ট ২০১৫

শীর্ষে জো রুট

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাশেজে লড়াইটা ছিল তুখোড় দুই ব্যাটসম্যান জো রুট ও স্টিভেন স্মিথেরও। যেখানে দলের মতো ব্যাট হাতে ব্যর্থ অস্ট্রেলিয়ার স্মিথ। বিপরীতে উদ্ভাসিত নৈপুণ্যে ট্রফি পুনরুদ্ধারের পাশাপাশি আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এলেন ইংলিশ উইলোবাজ রুট। কাকতালিয়, ধারাবাহিক ভাল পারফর্মেন্সের সুবাদে স্টিভেন স্মিথকে হটিয়েই শীর্ষে উঠে এসেছেন তিনি! আর সিরিজের শেষ দুই টেস্টের চার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ স্মিথ নেমে গেছেন তিন নম্বরে। ফলে ২ নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। ট্রেন্ট ব্রিজ টেস্টে ইনিংস ব্যবধানে জয়ে ইংল্যান্ডের ট্রফি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখেন রুট। স্বাগতিকদের খেলা একমাত্র ইনিংসে ১৩০ রান করেন এই ডানহাতি। চার টেস্ট শেষে দুটি সেঞ্চুরিতে ৪৩৩ রান করেছেন এ ইংলিশ তারকা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৯১৭। দুই নম্বরে থাকা ভিলিয়ার্স ও তিন নম্বরে থাকা স্মিথের রেটিং পয়েন্ট যথাক্রমে ৮৯০ ও ৮৮৪। প্রথম ইনিংসে ১৫ রানে ৮ উইকেট নেয়া স্টুয়ার্ট ব্রড বোলিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন। ইংলিশ পেসারের রেটিং পয়েন্ট এখন ৮৫২। ৮১৫ পয়েন্ট নিয়ে জেমস এ্যান্ডারসন তিনে। ৯০৫ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
×