ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে সরকারী কলেজ এবারও শীর্ষে

প্রকাশিত: ০৬:২৬, ১০ আগস্ট ২০১৫

চট্টগ্রামে সরকারী কলেজ এবারও শীর্ষে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে পাসের হার ও গুণগত মান দুটোই কমেছে। তবে সার্বিক ফলে পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। কিন্তু ভাল ফলে ছেলেমেয়ে সমানে সমান। বোর্ডের ভাল ফল এবারও হাতেগোনা ক’টি নামী কলেজের মধ্যে সীমাবদ্ধ। জিপিএ-৫ এর ৮২ শতাংশই দশটি কলেজের দখলে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষিত ফল অনুযায়ী পাসের হার এবার ৬৩ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ ভিত্তিতে সেরা দশ ॥ বোর্ড সূত্রে প্রাপ্ত ফলে দেখা যায়, ভাল ফল এবারও চট্টগ্রাম নগরীর নামী কলেজগুলোর দখলে। মোট ২ হাজার ১২৯ এ প্লাসের মধ্যে ১ হাজার ৭৪৯টি দশটি কলেজের দখলে। এর মধ্যে ৯টিই চট্টগ্রাম নগরীতে এবং বাকি একটি কক্সবাজারের কলেজ। প্রাপ্ত তথ্যে দেখা যায়, সর্বোচ্চ ৪৯৮টি জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে চট্টগ্রাম সরকারী কলেজ। এরপরের কলেজগুলো হলো সরকারী হাজী মুহম্মদ মুহসীন কলেজ ৪২৪, চিটাগাং পাবলিক স্কুল এ্যান্ড কলেজ ১৯০, চট্টগ্রাম কমার্স কলেজ ১৬৭, সরকারী সিটি কলেজ ১৩৯, চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ ১০৬, কক্সবাজার সরকারী কলেজ ৭২, ইস্পাহানি পাবলিক স্কুল এ্যান্ড কলেজ ৫৩, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এ্যান্ড কলেজ ৫১ এবং নৌবাহিনী স্কুল এ্যান্ড কলেজ ৪৯টি। বাকি ৩৮০ এ প্লাস ভাগাভাগি করে নিয়েছে ১৯৫টি কলেজ। জেলাওয়ারি পাসের হার ॥ বরাবরের মতো এবারও পিছিয়ে আছে মফস্বলের কলেজগুলো। ২০১৫ সালের এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলার মধ্যে মহানগরীতে পাসের হার ৭৬ দশমিক ৩৫, মহানগর বাদে জেলায় পাসের হার ৫৮ দশমিক ৭৩, চট্টগ্রাম মহানগরসহ জেলায় পাসের হার ৬৬ দশমিক ২৪, কক্সবাজার জেলার পাসের হার ৬৪ দশমিক ৮০, রাঙ্গামাটিতে পাসের হার ৪৩ দশমিক ৯১, খাগড়াছড়িতে পাসের হার ৫০ দশমিক ১৬ এবং বান্দরবান জেলায় পাসের হার ৫৭ দশমিক ৯৯ শতাংশ। শতভাগ পাস চার কলেজে ॥ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ পাস করেছে এমন কলেজ এবার চারটি। এগুলো হচ্ছে পোর্ট অথরিটি গার্লস কলেজ (৬২ জন), পোর্ট অথরিটি স্কুল এ্যান্ড কলেজ (৫৭), ফৌজদারহাট ক্যাডেট কলেজ (৪২) এবং রাউজানের বিনাজুরী হাইস্কুল এ্যান্ড কলেজ (১ জন)। কোন শিক্ষার্থী পাস করেনি এমন কলেজের সংখ্যা একটি।
×