ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ১ম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ০৬:২৪, ১০ আগস্ট ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে  শিক্ষকদের ১ম  ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৯ আগস্ট ॥ মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধারণ ও লালনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক সবার জন্য আবশ্যিক বিষয়ে কলেজ শিক্ষকদের প্রথম ব্যাচের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম রবিবার সম্পন্ন হয়েছে। এ কর্মশালার ১৩তম দিন রবিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন। গাজীপুরের বোর্ডবাজারস্থিত বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে অধ্যাপক ড. আতিউর রহমান, জেনারেল কে এম সফিউল্লাহ, মফিদুল হক, অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম (আকাশ), ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, মুজাহিদুল ইসলাম সেলিম, কর্নেল (অব) শওকত আলী এমপি, ড. আনিসুজ্জামান, মোহাম্মদ জমির, লে. কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী জহির, প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, ড. কামাল হোসেন, অধ্যাপক সফিউদ্দিন আহমেদ, অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক শামসুজ্জামান খানসহ বিশিষ্ট শিক্ষাবিদগণ বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেছেন।
×