ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

প্রকাশিত: ০৬:২৩, ১০ আগস্ট ২০১৫

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উপকূলীয় উপজেলা পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় কৃষকদের মধ্যে প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হয়েছে। নতুন করে আশার বুক বাঁধছে কৃষি কাজে জড়িত পরিবারগুলো। কৃষকরা বীজ ধান সংগ্রহ করে আবারও বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতবিক্ষত বেড়িবাঁধ পুনর্নির্মাণের খবর ছড়িয়ে পড়লে সর্বস্বান্ত হয়ে পড়া কৃষকের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ক্ষয়ক্ষতির মধ্যেও ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এখানকার মানুষ। এলাকাবাসী জানান, ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের অংশ দিয়ে প্রতিনিয়ত জোয়ার-ভাটায় কৃষকদের আমনের চাষ অনিশ্চিত হয়ে যাওয়ায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্যোগে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। গত কয়েকদিন ধরে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহের নামা অংশে মূল ভাঙনগুলো জহিরুল ইসলাম, ফরিদুল আলম, এসএম আবু শামা শামীম, বেলাল উদ্দিন, নুরুল আবছর, সাইফুল ইসলাম বাবুল, মনছুর, জয়নাল, রাশেল, কন্ট্রাক্টর নুর আহমদ, জিয়াবুল, শাহ আলম, রিদুয়ান প্রতিদিন পরিশ্রম করে নির্মাণকাজ চালিয়ে গেছেন।
×