ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চরাঞ্চলে সৌরবিদ্যুত আত্মহারা শিক্ষার্থী

প্রকাশিত: ০৬:২৩, ১০ আগস্ট ২০১৫

চরাঞ্চলে সৌরবিদ্যুত আত্মহারা শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শেষ পর্যন্ত একেবারে বিচ্ছিন্ন চরাঞ্চলের দুটি দুর্গম ইউনিয়নে পৌঁছেছে বিদ্যুতের আলো। নারায়ণপুর ও আলাতুলি পদ্মা পাড়ের দুর্গম অঞ্চলের ২টি ইউনিয়ন। সন্ধ্যা নামলেই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়তে হতো ইউনিয়ন দুটিকে। এই ভুতুড়ে অবস্থানের অবসান ঘটিয়েছে একটি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন। তারা সৌরবিদ্যুতের মাধ্যমে এই অসাধ্য সাধন করেছে। দুটি ইউনিয়নের ৩শ’ ১৩টি পরিবার বিদ্যুতের আলো পাওয়ার সুবিধে পেতে শুরু করেছে। এখন তারাই প্রস্তুতি নিচ্ছে ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর। এর মধ্যে যারা কম আলোতে লেখাপড়া চালিয়ে আসছিল তারা সমস্যায় ছিল চোখ নিয়ে। চরাঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক সভ্যতা ও ঝরে পড়া রুখে দিয়ে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার এক অপূর্ব সুযোগ এসে হাজির। বিশেষ করে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণে দাতাগোষ্ঠী কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও বাংলাদেশ ব্যাংকের সিএমআর অর্থায়নে ৩১৩ সৌরবাতি ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিতরণ করেছে। এতে আলাতুলির কোদালকাটিতে অসহায় নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আয়বর্ধক আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে ছোট ছোট ছেলেমেয়েকে প্রাথমিক শিক্ষা গ্রহণে স্কুলে ঠেলে দিতে সহায়ক শক্তি অর্জন সম্ভব হবে। তার জন্য ইতোমধ্যেই ট্রেনিং শুরু হয়েছে।
×