ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসসিসির ভাঙ্গাচোরা রাস্তাঘাট পরিদর্শন করলেন মেয়র সাঈদ খোকন

প্রকাশিত: ০৬:০১, ১০ আগস্ট ২০১৫

ডিএসসিসির ভাঙ্গাচোরা রাস্তাঘাট পরিদর্শন করলেন মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সংস্থার কাউন্সিলরসহ কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রবিবার সকালে নগরীর ৩২, ৩৩, ৩৬, ৩৭, এবং ৩৮নং ওয়ার্ডের ভাঙ্গাচোরা রাস্তাঘাট, ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেনেজ অব্যবস্থাপনা এবং জলাবদ্ধতার সমস্যা সরেজমিন পরিদর্শন করেছেন। এ সময় তিনি এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবহিত হন এবং এসব কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমস্যা নিরসনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। মেয়র সাঈদ বাবুবাজারে ইসলামপুর রোড মেরামতের কার্যাদেশ দেয়া সত্ত্বেও দীর্ঘ সময় কাজ না করে ফেলে রাখায় সংশ্লিষ্ট প্রকৌশলীকে ভর্ৎসনা করেন। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলে সড়কটির মেরামতকাজ শুরু করার কথা বলেন। অন্যথায় সংশ্লিষ্ট ঠিকাদারের কার্যাদেশ বাতিলের জন্য সংস্থার প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন। এ সময় উপস্থিত এলাকার ওয়ার্ড কাউন্সিলরকে কাজটি দেখভালের পরামর্শ দেন। মেয়র সাঈদ ঠাটারীবাজার বিসিসি রোডে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতার ফলে সৃষ্ট সমস্যা দূরীকরণে কর্পোরেশনের পক্ষ থেকে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা এবং ড্রেনে জমে থাকা বর্জ্য অপসারণসহ ড্রেনেজ ব্যবস্থা চালু রাখার লক্ষ্যে কর্পোরেশন গৃহীত কার্যক্রমে ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন। Ñবিজ্ঞপ্তি
×