ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন ৭ দিনের রিমাণ্ডে

প্রকাশিত: ০৫:৪৬, ১০ আগস্ট ২০১৫

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ  ছাত্রলীগ নেতা সুমন ৭ দিনের রিমাণ্ডে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৯ আগস্ট ॥ চাঞ্চল্যকর মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় দু’গ্রুপের সংঘর্ষকালে মাতৃগর্ভে নবজাতক ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। রবিবার দুপুরে আসামি সুমন সেনের রিমান্ড আবেদনের শুনানি মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ ফারাহ মামুনের আদালতে অনুষ্ঠিত হয়। পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১নং আসামি সুমন সেনকে র‌্যাব-৪ ঢাকার কল্যাণপুর থেকে গ্রেফতার করে। এই মামলার ১৬ জন আসামির মধ্যে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। নবজাতক ও মা নাজমা বেগম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন এবং মাতৃগর্ভে নবজাতক ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ ঘটনায় ১৬ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের হলে পুলিশ ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। অন্যরা পলাতক রয়েছে।
×