ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইতিহাস প্রথমপত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৪, ৯ আগস্ট ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

ইতিহাস ১ম পত্র ১. বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয় কত সালে? ক) ১৭৭০ খ) ১৭৭১ গ) ১৭৭২ ঘ) ১৭৭৩ ২. মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কীভাবে সাহায্য করে? ক) অস্ত্র দিয়ে খ) সৈন্য দিয়ে গ) খাবার দিয়ে ঘ) মনোবল যুগিয়ে ৩. স্বাধীনতাযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কে? ক) তোরামন বিবি খ) কাঁকন বিবি গ) মিনাক্ষী রনি ঘ) দুলখুশ বেগম ৪. রবি শংকর একজন বিখ্যাত কী? ক) বেহালা বাদক খ) তবলা বাদক গ) গায়ক ঘ) সেতার বাদক ৫. কলকাতার কত নং বাড়িটি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের স্থায়ী কার্যালয় রূপে গড়ে ওঠে? ক) ৫৫/৮ খ) ৫৬/৮ গ) ৫৭/৮ ঘ) ৫৮/৮ ৬. ওলন্দাজদের ভারতে আগমনের উদ্দেশ্যে কী ছিল? ক) বাণিজ্য খ) লুণ্ঠন গ) রাজ্যজয় ঘ) ক্ষমতা দখল ৭. সুজাউদ্দৌলা কাদের সহযোগিতায় রোহিলা নেতাকে হত্যা করেন? ক) ব্রিটিশ সেনাদের খ) রবার্ট বার্কারের সাহায্যে গ) অযোধ্যা সেনাদের ঘ) ক্লাইভের সহযোগিতায় ৮. এ এইচ এম কামরুজ্জামান কোন কলেজ থেকে অর্থীনীতি বিষয়ে অনার্স ডিগ্রী অর্জন করেন? ক) ঢাকা কলেজ খ) কলকাতা হিন্দু কলেজ গ) সংস্কৃত কলেজ ঘ) কলকাতা প্রেসিডেন্সি কলেজ ৯. মুক্তিযুদ্ধের সময় মিসরের রাষ্ট্রপতি কে ছিলেন? ক) আনোর সাদাত খ) বেনজির আহমেদ গ) আল বুকররবস ঘ) মোশাররফ হোসেন ১০. নিচের কোন দিক থেকে পূর্ব পাকিস্তান অনুন্নত ছিল? ক) রাজনৈতিক দিক থেকে খ) রফতানি দিক থেকে গ) সামাজিক অবকাঠামোগত দিক থেকে ঘ) আমদানি দিক থেকে ১১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বাহিনীর হেড কোয়ার্টার স্থাপিত হয় কলকাতার কত নং রোডে? ক) ৭ নং খ) ৮ নং গ) ৯ নং ঘ) ১১ নং ১২. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? ক) ১৯৭০ সালের ১০ এপ্রিল খ) ১৯৭০ সালের ১৭ এপ্রিল গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল ১৩. মহীশূর রাজ্যের ক্ষমতা দখলে হায়দার আলীকে কারা সাহায্য করেছিল? ক) পর্তুগিজরা খ) দিনেমাররা গ) ওলন্দাজরা ঘ) ফরাসিরা ১৪. রাসেল বলে যে, ১৯৬৭ সাল পর্যন্ত ঢাকার উন্নতির জন্য ব্যয় করা হয় মাত্র ২৫০ মিলিয়ন টাকা। এটি কোন ধরনের বৈষম্যের সঙ্গে সাদৃশ্য ক) রাজনৈতিক খ) প্রশাসনিক গ) অর্থনৈতিক ঘ) সাংস্কৃতিক ১৫. মুজিবনগর সরকারের বাংলাদেশকে ১১টি প্রশাসনিক অঞ্চলে বিভক্তির উদ্দেশ্য কি ছিল? ক) দেশব্যাপী সুষ্ঠু প্রশাসন গড়ে তোলা খ) সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনা করা গ) পশ্চিম পাকিস্তানের আক্রমণ প্রতিহত করা ঘ) পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা ১৬. জাতিগতভাবে নবাব আলীবর্দী খান তোমার স্বজাতি হবেন যদি তুমি হও- ক) বাঙালী খ) তামিল গ) আফগান ঘ) তুর্কি ১৭. টিপু সুলতান ছিলেন- র. মহান যোদ্ধা রর. দেশ প্রেমিক ররর. স্বাধীনচেতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৮. চিরস্থায়ী বন্দোবস্তে ক্ষতিগ্রস্ত হয়েছিল- র. জমিদাররা রর. সরকার ররর. মুসলমানরা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. সৈয়দ আহমদ খান প্রাথমিকভাবে কার কাছ থেকে শিক্ষা নেন? ক) গুরু খ) গৃহশিক্ষক গ) পিতা ঘ) মাতা ২০. ফোর্ট উইলিয়াম দুর্গ কে নির্মাণ করেন? ক) সিরাজউদ্দৌলা খ) জন চার্নক গ) ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘ) রাজা অষ্টম হেনরি ২১. আবদুস সালাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক) ব্রাহ্মণবাড়িয়া খ) নোয়াখালী গ) ফেনী ঘ) শেরপুর
×