ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫২, ৯ আগস্ট ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

১. যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ব্যাংক ব্যবসায়ের- র. আকার রর. উদ্দেশ্য ররর. গঠন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. গ্রাহকের পক্ষে ব্যাংকের কাজ কোনটি? ক) বাড়িভাড়া আদায় খ) কর প্রদান গ) জামানত সংগ্রহ ঘ) পণ্য বিক্রয় ৩. অংশীদারি প্রতিষ্ঠানে ঝুঁকি বণ্টিত হয় কাদের মধ্যে? ক) পরিচালকদের খ) ব্যবস্থাপকদের গ) অংশীদারদের ঘ) শেয়ারহোল্ডারদের ৪. তিতাস গ্রুপ আশা করেছিল ২০১২ সালে ২০% নিট মুনাফা করবে। কিন্তু বছর শেষে দেখা গেল প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা য়ায়? ক) অনিশ্চয়তার উৎস খ) ঝুঁকির উৎস গ) নিট ক্ষতি ঘ) নিট ব্যবধান ৫. ব্যাংকের উদ্দেশ্য পালনে কাক্সিক্ষত হারে মুনাফা অর্জন করবে কে? ক) মালিক খ) শেয়ারহোল্ডার গ) অংশীদার ঘ) গ্রাহণ ৬. জনাব সালাম তার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যে অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে রুপা ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকী সম্পত্তিটি কোন ধরনের? ক) স্থাবর সম্পত্তি খ) অস্থাবর সম্পত্তি গ) অদৃশ্যমান সম্পত্তি ঘ) স্পর্শনীয় সম্পত্তি ৭. ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্যের জায়গা হলো- র. নিয়ন্ত্রণযোগ্যতা রর. পরিমাপযোগ্য ররর. মুনাফার প্রভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র, রর ও ররর গ) র ঘ) ররর ৮. ভবিষ্যৎ মূল্যকে সংক্ষেপে কীভাবে প্রকাশ করা হয়? ক) ঋঠ খ) ঋজ গ) ঋও ঘ) ঋঝ ৯. পরিমিত ব্যবধান নির্ণয়ের ধাপ হলো- র. প্রত্যাশিত আয় বা গড় আয় নির্ণয় রর. প্রতিটি প্রত্যাশিত ফলাফল হতে বা গড় আয় হতে প্রত্যাশিত মূল্য বিয়োগ করতে হবে ররর. প্রাপ্ত বিয়োগফলের বর্গ নির্ণয় করতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০. ব্যাংক হিসাবকে প্রকারভেদ করা হয় মানুষের- র. জীবিকা অনুসারে রর. প্রয়োজন অনুসারে ররর. চাহিদা অনুসারে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১১. কোনো সম্পত্তি লিজ প্রদান করা হলে তার মালিক কে থাকে? ক) লিজিং কোম্পানি খ) লিজগ্রহীতা গ) লিজের ম্যধস্থতাকারী ঘ) লিজ অনুমোদনকারী ১২. ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াক কী বলে? ক) বাট্টাকরণ খ) চক্রবৃদ্ধিকরণ গ) সরলকরণ ঘ) সুদ নির্ণয় ১৩. যে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ অন্য কোনো প্রকল্পের ওপর নির্ভরশীল নয় তাকে কী বলে? ক) স্বাধীন প্রকল্প খ) অধীন প্রকল্প গ) সনাতন প্রকল্প ঘ) অ্যানুয়িটি ১৪. মি. সাফি একজন ব্যবসায়ী। কারখানায় কিছু মেশিন অকেজো হয়ে পড়ায় তাকে নতুন মেশিন ক্রয় করতে হয়। এজন্য তিনি একটি বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন। মি. সাফিকে বাণিজ্যিক ব্যাংক হতে তহবিল সংগ্রহ করতে হলে কী প্রদান করতে হবে? ক) বন্ড খ) ডিভিডেন্ড গ) শেয়ার ঘ) সুদ ১৫. দীর্ঘমেয়াদি বিনিয়োগের সকল ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয়? ক) শেয়ার ও বন্ডের মূল্যায়ন খ) লভ্যাংশ নীতি গ) মূলধন বাজেটিং ঘ) মূলধন ব্যয় নির্ণেয় ১৬. কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে? ক) অর্থায়নের নীতিমালা খ) উৎপাদান প্রক্রিয়া গ) অর্থায়নের প্রক্রিয়া ঘ) অভ্যন্তরীণ মুনাফা ১৭. ব্যাংক থেকে ভোগ্যপন্য কেনার জনযে ঋণ নেওয়া হয় তাকে বলে- ক) উদ্যোক্তা ঋণ খ) কৃষি ঋণ গ) ভোক্তা ঋণ ঘ) ক্ষুদ্র ঋণ
×