ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টরন্টো থেকে সরে দাঁড়ালেন শারাপোভা

প্রকাশিত: ০৬:৩৯, ৯ আগস্ট ২০১৫

টরন্টো থেকে সরে দাঁড়ালেন শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ এই সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে রজার্স কাপ। ইউএস ওপেনের আগে টেনিস তারকাদের জন্য প্রস্তুতিমঞ্চ হিসেবেই পরিচিত এই টুর্নামেন্ট। কিন্তু দুর্ভাগ্য মারিয়া শারাপোভার। চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ইভেন্টে খেলতে পারছেন না তিনি। আর এ বিষয়টি শুক্রবার টুর্নামেন্ট কর্তৃপক্ষই নিশ্চিত করেছে। টরন্টোতে অনুষ্ঠিত রজার্স কাপে খেলতে না পারাটা শারাপোভার জন্য বিরাট এক ধাক্কা। কেননা এ মাসেই যে শুরু হবে মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন। যে কারণে টরন্টোতে খেলতে না পারার প্রভাব নিশ্চিত করেই পড়বে শারাপোভার। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে যে, ডান পায়ে টান লাগার কারণে রজার্স কাপে খেলতে পারবেন না শারাপোভা। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা শারাপোভা। তার না থাকায় টুর্নামেন্টও কিছুটা ফিকে হয়ে যায়। ২৮ বছর বয়সী এই রাশিয়ান টেনিস তারকা গত মাসে উইম্বলডনে খেলেছিলেন। কিন্তু মেজর সেই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই ছিটকে যান তিনি। শেষ চারের লড়াইয়ে আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয় মাশাকে। উইম্বল্ডনের পর আর কোন টুর্নামেন্টেই খেলতে নামেননি রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। তাই টরন্টোতে রজার্স কাপেই স্বরূপে ফেরার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু চোট তাকে এখানেও খেলতে দিল না। তারপরও টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা শারাপোভার লক্ষ্য সেরা ফর্ম নিয়েই ইউএস ওপেনের কোর্টে নামা। রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা পাঁচটি গ্র্যান্ডসøাম জিতেছেন। গত মৌসুমে ফ্রেঞ্চ ওপেনই ছিল তার শেষ মেজর শিরোপা। চলতি মৌসুমের প্রথম তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে ভক্ত-অনুরাগীদের শারাপোভাকে নিয়ে স্বপ্ন থাকলেও তা বাস্তবে রূপ দিতে পারেননি রাশিয়ান টেনিস তারকা। তবে শারাপোভা এখনই দমে যেতে রাজি নন। মৌসুমের প্রথম তিনটিতে শিরোপা জিততে ব্যর্থ হলেও শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন তিনি। তার বিশ্বাস চোট কাটিয়ে ইউএস ওপেনের আগেই ফিট হয়ে কোর্টে ফিরবেন মাশা। তবে শারাপোভা পারবেন কি নিজেকে মেলে ধরতে? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা।
×