ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিলয় হত্যায় প্রতিবাদের ঝড় ॥ বিচার দাবি

প্রকাশিত: ০৪:১৫, ৯ আগস্ট ২০১৫

নিলয় হত্যায় প্রতিবাদের ঝড় ॥ বিচার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ মুক্তমনা ব্লগার নীলাদ্রি চ্যাটার্জী ওরফে নিলয় নীল হত্যার প্রতিবাদে দেশব্যাপী ফুঁসে উঠেছে সর্বস্তরের নারী-পুরুষ। মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে তারা হত্যাকারীদের গ্রেফতারসহ দ্রুতবিচার দাবি করেছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : খুলনা ॥ শনিবার বিকেলে নগরীর পিকচার প্যালেচ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক অসীত বরণ ঘোষ, অধ্যাপক দীপা বন্দ্যোপাধ্যায়, উদীচী খুলনার সভাপতি প্রকৌশলী সুখেন রায়, সাধারণ সম্পাদক কাজল কান্তি বিশ্বাস, সিপিবি নেতা ডাঃ মনোজ দাশ, সাংস্কৃতিককর্মী হুমায়ুন কবির ববি, মাহফুজুর রহমান মুকুল, সুতপা বেদজ্ঞ, সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ, রকিবা খান রুবা, রোমেল রহমান, শাহেদ শুভ প্রমুখ। ময়মনসিংহ ॥ বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচীতে বাম সংগঠনের পাশাপাশি যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিলয়সহ সকল ব্লগার হত্যাকা-ের বিচার দাবি করেছেন। বক্তব্য রাখেন এমদাদুল হক মিল্লাত, মনিরা সুলতানা অনু, মোশাররফ হোসেন। বরিশাল ॥ শনিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ কর্মসূচীর আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি শারমিন জাহান পপি। সংহতি প্রকাশ করে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ ক মোঃ মিজানুর রহমান সেলিম, যুব ইউনিয়নের নেতা পরিতোষ হালদার, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এ.বি. সিদ্দিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রিয়াজুল হক প্রমুখ। শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। নেত্রকোনা ॥ শনিবার নেত্রকোনায় উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন হয়েছে। সকাল ১১টা থেকে ঘণ্টাব্যপী জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, উদীচীর কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান খান, সিপিবি নেতা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকার, মহিলা পরিষদের নেত্রী তাহেজা বেগম, সৈয়দা বিউটি, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। উদীচী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং মুক্তিযোদ্ধারা এতে অংশগ্রহণ করেন।
×