ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে আদিবাসী গৃহবধূকে গণধর্ষণ

প্রকাশিত: ০৮:০৭, ৮ আগস্ট ২০১৫

সীতাকুণ্ডে আদিবাসী  গৃহবধূকে গণধর্ষণ

নিজস্ব সংবাদদাতা, সীতাকু- (চট্টগ্রাম), ৭ আগস্ট ॥ সীতাকুণ্ডে (ছদ্মনাম) কাশফি ত্রিপুরা (১৯) নামে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গৃহবধূর স্বামী সুবল ত্রিপুরা সীতাকুণ্ড মডেল থানায় ধর্ষণের অভিযোগে মনিন্দ্র ত্রিপুরা ও যতীন্দ্র ত্রিপুরার নামসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে এএসপি মডেল সাইফুল ইসলাম স্বীকার করেন। বৃহস্পতিবার উপজেলার ছোট কুমিরা গু আহম্মদ জুট মিলস্থ পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে একদল সংঘবদ্ধ যুবক স্বামীকে মারধর করে গৃহবধূ তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষিত তরুণী জ্ঞান হারিয়ে ফেললে যুবকরা পাহাড়ে তাকে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকের সহায়তায় তার স্বামী তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক মোঃ দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গৃহবধূ ধর্ষণের ঘটনায় তার স্বামী বাদী হয়ে ২ জনের নামসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলার সূত্র ধরে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
×