ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজ জিতল নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৬:৩৪, ৮ আগস্ট ২০১৫

সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুইয়েকে ৩৮ রানে হারিয়ে তিন ওয়ানডের সিরিজ ২-১এ জিতে নিল নিউজিল্যান্ড। হারারেতে নির্ধরিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে সফরকারী নিউজিল্যান্ড। জবাবে ৪৭.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয় জিম্বাবুইয়ে। সর্বোচ্চ ৬৩ রান আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে। হ্যামিল্টন মাসাকাদজার ৫৭, চামু চিবাভা ও ক্রেইগ অরভিনের ৩২ উল্লেখ্য। নিউজিল্যান্ডের হয়ে মিচেল ম্যাকক্লেনঘান ৩ ও ইশ সোধি নেন ২টি করে উইকেট। ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তার আগে ৪৪ রানে প্রথম উইকেট হারানো সত্ত্বেও নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন সেনাপতি উইলিয়ামসন। প্রথম ওয়ানডেতে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি, এদিন বঞ্চিত হয়েছেন ১০ রানের জন্য। ১০৯ বলে ৮ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৯০ রান করে সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক। ভাল সঙ্গ দেন গ্রান্ট ইলিয়ট। চতুর্থ উইকেটে ১৩.১ ওভারে মূল্যবান ৭০ রান যোগ করেন তারা। ৩ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৩৬ রান করে ফেরেন ইলিয়ট। ৪১তম ওভারে উইলিয়ামসন যখন আউট হন ৫ উইকেটে নিউজিল্যান্ডের রান তখন ২০২। শেষদিকে নাথান ম্যাককুলাম ও জিমি নিশামের কথা আলাদা করে না বললেই নয়। সপ্তম উইকেট জুটিতে ৪.১ ওভারে অবিচ্ছিন্ন ৫০ রান এনে দেন তারা। নিশাম ৩১ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৭ এবং নাথান ১৬ বলে ১ ছক্কায় অপরাজিত থাকেন ২৫ রানে। ৬ উইকেটে ২৭৩ রানের ফাইটিং স্কোর পায় বিশ্বকাপের ফাইনালিস্ট কিউইরা। জিম্বাবুইয়ের হয়ে লেগস্পিনার গ্রায়েম ক্রেমার ৩ এবং অফস্পিনার জন নিয়াম্বু ও শন উইলিয়ামসের শিকার ১,অর্থাৎ পতন হওয়া সব উইকেটই নেন স্পিনাররা!
×