ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাদার্সের কষ্টার্জিত জয়

প্রকাশিত: ০৬:৩১, ৮ আগস্ট ২০১৫

ব্রাদার্সের কষ্টার্জিত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগে’- রহমতগঞ্জ এমএফএসকে হারিয়ে দুই ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরেছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে তারা রহমতগঞ্জকে হারায় ১-০ গোলে। ১৮ ম্যাচে এটা ব্রাদার্সের নবম জয়। ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানেই আছে তারা। সমান ম্যাচে এটা রহমতগঞ্জের দশম হার। ১৪ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে রয়েছে তারা। ১৬ মিনিটে ডানপ্রান্ত দিয়ে ঢুকে কৌণিক শটে গোল করেন ব্রাদার্সের ফরোয়ার্ড মোহাম্মদ রনি (১-০)। ওই ব্যবধানেই ম্যাচ জেতে তার। একই দিনে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টিম বিজেএমসি। ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে অষ্টম অবস্থানে রয়েছে বিজেএমসি। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে আছে চট্টগ্রাম আবাহনী। আপাতত জাতীয় দলের জন্য বিবেচিত নন আকমল-রেজোয়ান স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিটিশ পাসপোর্টধারী দুই প্রবাসী বাংলাদেশী ফুটবলার আকমল আলী ও রেজোয়ান আহমেদকে আপাতত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য বিবেচনা করা হচ্ছে না। দিন দশেক ট্রায়ালের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু এমনটাই জানিয়েছেন। গত ২৯ জুলাই ওয়েলস প্রবাসী রাইট ব্যাক আকমল ও লেফট ব্যাক রেজোয়ান ঢাকায় আসেন। এরপর থেকে বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে ট্রায়াল দেন তারা। ট্রায়াল শেষে শনিবার তারা চলে যাবেন ওয়েলসে। টিটু আরও বলেন, ‘জাতীয় দলে খেলতে হলে তাদের পারফর্মেন্সে আরও উন্নতি করতে হবে। তবে তাদের যোগাযোগ রাখতে বলেছি। পরে তারা ভিডিও পাঠালে পারফর্মেন্স পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’ জাতীয় দলের জন্য বিবেচিত না হলেও আগামীতে বয়সভিত্তিক টুর্নামেন্ট হলে তাদের ডাকা হতে পারে। আকমল বলেন, ‘আমরা চেষ্টা করছি নিজেদের প্রমাণ করার। তবে বাংলাদেশের আবহাওয়া বেশ গরম। এরপরও আমরা আশাবাদী।’
×