ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাখি যখন বন্ধু

প্রকাশিত: ০৬:১২, ৮ আগস্ট ২০১৫

পাখি যখন বন্ধু

শালিক পাখিটি নিজের মালিকের কাছে থাকতে পছন্দ করে। ঢাকা মেডিক্যাল কলেজের মর্গের কর্মী আরাফাত হোসেন বুলু পাখিটি পোষেন। সাধারণত শালিক পাখি গাছে থাকতে পছন্দ করলেও এই পাখি কিছুটা ব্যতিক্রমী স্বভাবের। বুলুকে কেউ ছুঁয়ে দিলে পাখিটি ক্রোধে অগ্নিশর্মা হয়ে পড়ে। পালক ফুলিয়ে উড়ে এসে ঠোকরাতে থাকে। বুলু দুই বছর ধরে পাখিটি পুষছেন। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী শেখ মামুন
×