ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ॥ ইনু

প্রকাশিত: ০৬:১০, ৮ আগস্ট ২০১৫

শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৭ আগস্ট ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারী নির্যাতন ও উত্ত্যক্তকারীদের মতোই শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। সরকারের কঠোর নির্দেশ এ ব্যাপারে কাউকেই ছাড় দেয়া হবে না। শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলার হালিমা একাডেমি বিদ্যালয়ে ইউনিসেফ আয়োজিত ‘নিরাপদ স্কুল, নিরাপদ সমাজ’ শীর্ষক এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘বিচারহীনতার কারণে শিশু নির্যাতন বাড়ছে’। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এমন বক্তব্যের সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, মাঝে মাঝে সমাজে এ ধরনের অবক্ষয়ের ঘটনা ঘটে। তবে সরকার দায়িত্ববোধ থেকেই দেনদরবার না করে শিশু নির্যাতনকারীদের গ্রেফতার ও সাজা দেবে। এ নিয়ে কারও রাজনীতি করার অবকাশ নেই। মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া যতক্ষণ সুনির্দিষ্ট কোন প্রস্তাবনা না নিয়ে নিরপেক্ষ নির্বাচনের কথা বলবেন ততক্ষণ সেটা বিভ্রান্ত করার ফাঁকা বুলি হবে মাত্র। অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, ইউনিসেফর কো-অর্ডিনেটর কাজী রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
×