ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এপিজের নামে স্যাটেলাইটের নামকরণের প্রস্তাব

প্রকাশিত: ০৫:৫৯, ৮ আগস্ট ২০১৫

এপিজের নামে স্যাটেলাইটের  নামকরণের  প্রস্তাব

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের রাষ্ট্রপতি ও বিশ্ববিখ্যাত পরমাণু বিজ্ঞানী সদ্য প্রয়াত ড. এপিজে আবদুল কালামের নামে একটি স্যাটেলাইটের নামকরণের প্রস্তাব এসেছে। জাতিসংঘের তত্ত্বাবধানে বর্তমানে গ্লোবালস্যাট নামে এটি তৈরি হচ্ছে। স্যাটেলাইটটি ভূ-পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে কাজ করবে। গত ২৭ জুলাই মারা যান আবদুল কালাম। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। শুক্রবার কানাডার মট্রিয়লে সিএএনইইউএস (কানাডা, ইউরোপ, যুক্তরাষ্ট্র, এশিয়া)-এর স্পেস টেকনোলজিস ফর সোসাইটাল এ্যাপ্লিকেশন্স-এর সদর দফতরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিলিন্দ পিমপ্রিকার এ কথা জানান। তিনি বলেন, জাতিসংঘ ওয়ার্ল্ড স্পেস ভিশন-২০৫০ এ কালাম স্বপ্ন দেখেছিলেন ভূ উপগ্রহ নিয়ে গবেষণারত বিশ্বের অন্য দেশগুলো যাতে মানবজাতির প্রধান সমস্যা যেমন- প্রাকৃতিক দুর্যোগ, জ্বালানি ও পানির স্বল্পতা, স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এক সঙ্গে কাজ করবে। আর তাই আমরা এখন এই স্যাটেলাইটটি কালামের নামে উৎসর্গ করে এটির নাম ‘ইউএন কালাম গ্লোবালস্যাট’ রাখার পরিকল্পনা নিয়েছি। পিমপ্রিকার আশাপ্রকাশ করেন, এটির নাম কালামের নামে করা হলে পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী, প্রকৌশলী এবং মহাকাশ অনুসন্ধানীরা কাজে আরও উৎসাহ পাবেন। আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সময় এক শ’ ৫০ জন বিশ্ব নেতার উপস্থিতিতে এটির নামকরণ করা হবে। এ সময় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন।
×