ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুলের ছদ্মবেশ

প্রকাশিত: ০৫:৫৮, ৮ আগস্ট ২০১৫

ফুলের ছদ্মবেশ

ফুলের আবার ছদ্মবেশ হয় নাকি, ছদ্মবেশ হয় প্রাণীর, ছদ্মবেশ ধারণ করে মানুষ। কিন্তু ছদ্মবেশ নেয় এমন ফুলের সন্ধান পাওয়া গেছে। জাপান আর আমেরিকার পাহাড়ী রাজ্যে তার বসবাস। পোশাকি নাম ডাইফাইলিয়া গ্রায়ি। তবে লোকমুখে জনপ্রিয় ‘স্কেলিটন ফ্লাওয়ার’ নামে। সম্প্রতি এমন এক ‘সাধারণ’ ফুল নিয়ে টুইটারে তোলপাড়। আসল মজাটা লুকিয়ে রয়েছে ফুলের অদ্ভুত চরিত্রগত বৈশিষ্ট্যে। কারণ বৃষ্টির ফোঁটায় এ ফুল রূপ বদলায় গিরগিটির মতোই। মূলত গ্রীষ্ম ও বসন্তে পাপড়ি মেলে স্কেলিটন ফ্লাওয়ার। এই সময়ে ট্রেকিং অভিযানে গিয়ে অনেকেই পাহাড়ের ঢালু জমিতে সাদা ফুলের গোছা দেখতে পান। অনেকটা ছাতার মতো আকৃতি গাছের পাতার। মানে আর পাঁচটা বুনো ফুলের মতোই, তেমন নজরকাড়া রূপ তার নেই। কিন্তু এই ধারণা সম্পূর্ণ পাল্টে যায় যদি আচমকা এক পশলা বৃষ্টি এসে পড়ে। জলের ফোঁটার স্পর্শে শুরু হয় তার ভেল্কি। চোখের সামনে যেন ধুয়েমুছে সাফ হয়ে যায় পাপড়ির সাদা রং। বদলে কাঁচের মতো স্বচ্ছ হয়ে ওঠে এই ফুল। রং-রূপ হারিয়ে যেন সত্যিই এক কঙ্কালে রূপান্তরিত হয় সে। টুইটারে এই ফুলের ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে বিস্ময়ের বন্যা বয়ে গিয়েছে। অনেকে বলছেন, এ যেন রূপকথার পাতা থেকে সরাসরি উঠে এসেছে। সূত্র: ইন্টারনেট
×