ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গান কবিতা আলোচনায় রবীন্দ্রনাথ স্মরণ

প্রকাশিত: ০৪:৩৪, ৮ আগস্ট ২০১৫

গান কবিতা আলোচনায় রবীন্দ্রনাথ স্মরণ

স্টাফ রিপোর্টার ॥ গান, কবিতা আর আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয় নজরুল ইনস্টিটিউটে বৃহস্পতিবার সন্ধ্যায়। কবিগুরুর ৭৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল ইনস্টিটিউট। অনুষ্ঠানে নজরুলের মাধ্যমেই স্মরণ করা হলো রবীন্দ্রনাথকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। আনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস চলচ্চিত্রায়ণের সময় নজরুল ইসলাম ছিলেন তাঁর সঙ্গীত পরিচালক। নজরুলের সঙ্গীত পরিচালনা নিয়ে বিশ্বভারতী আপত্তি তুললে তিনি যান রবীন্দ্রনাথের কাছে। সব শুনে রবীন্দ্রনাথ বললেন, তুই আমার গান না বুঝলে কে বুঝবে? এ থেকেই বোঝা যায় দু’জনের সম্পর্ক কি ছিল। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে সাম্প্রদায়িকতামুক্ত করেছেন। আর নজরুল সেটাকে এগিয়ে নিয়ে ধর্মনিরপেক্ষ করেছেন। অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের জন্ম পশ্চিমবঙ্গে। কিন্তু জীবনের একটা বড় অংশ তৎকালীন পূর্ববঙ্গে না কাটালে আমরা আজকের রবীন্দ্রনাথ-নজরুলকে পেতাম না। আলোচনার পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে ডালিয়া আহমেদ ‘রবিহারা’ আবৃত্তি করেন। গাওয়া হয় রবীন্দ্রনাথের মৃত্যুর পর নজরুলের লেখা গান।
×