ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেয়ারা মেলা

প্রকাশিত: ০৪:২৭, ৮ আগস্ট ২০১৫

পেয়ারা মেলা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৭ আগস্ট ॥ সদর উপজেলার ভীমরুলী পেয়ারার ভাসমান হাট এলাকায় পেয়ারা মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এই পেয়ারার মেলা অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রধান অতিথি, বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস সিকদার। চাঁদাবাজি বন্ধে পাহারা নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৭ আগস্ট ॥ সুনামগঞ্জের ধোপাজান নদীতে চাঁদাবাজি বন্ধে গ্রামবাসীর তীব্র প্রতিরোধ। গত ১০ দিন ধরে ধারাবাহিকভাবে সভা সমাবেশ, মানববন্ধন, জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিসহ ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু সাবেক ইজারাদার নেতৃত্বে বলগেট, কার্গো ধোপাজান নদীতে স্থানীয় পুলিশকে ম্যানেজ করে প্রবেশের চেষ্টা চলছে। পুলিশ ও গ্রামবাসী জানায়, অবৈধ চাঁদাবাজচক্রকে প্রতিরোধে শুক্রবার ও ধোপাজান নদীর তীরবর্তী গ্রামবাসী রাত-দিন পাহারা দিচ্ছে। বরিশালে প্যানেল মেয়র আত্মগোপনে মাকে নির্যাতন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাকে অমানুষিক নির্যাতনের পর ১৬ ঘণ্টা আটক করে রাখায় বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর মশিউর রহমান কামালকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের গ্রেফতার এড়াতে কামাল আত্মগোপন করায় বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনভর থানা পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি। হাসপাতালে শয্যাশায়ী বিধবা মা নুরুন্নাহার বেগম (৬৫) তাকে নির্যাতনকারী পুত্র প্যানেল মেয়র মশিউর রহমান কামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পুলিশ পরিচয়ে ছিনতাই বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডে পুলিশ পরিচয়ে শুক্রবার দুপুর দেড়টার দিকে নুরজাহান বেগম (৫৬) নামের এক নারীর ব্যবহৃত স্বর্ণালঙ্কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সাংবাদিক এম. মিরাজ হোসেন জানান, শুক্রবার দুপুর একটার দিকে তার স্ত্রী উম্মে রুম্মান দুই শিশু সন্তানসহ হাতেম আলী কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় তিনজন লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের পথরোধ করে বলেন, এখানে চেকপোস্ট বসানো হয়েছে, তাই ব্যাগ তল্লাশি করা হবে। কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৭ আগস্ট ॥ ঢাকা-রাজশাহী রেলরুটের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। শুক্রবার বিকেলে রেলওয়ে পুলিশ কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে। নদীতে ডুবে দুই শিশু নিখোঁজ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় গোসল করার সময় রেজু নদীতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। মুমূর্ষু অবস্থায় অপর ২ শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। নিখোঁজ ২ শিশুকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি টিম। শুক্রবার সকাল ১০টায় রেজু খালের উখিয়া হলদিয়া পালং লাল ব্রিজ পয়েন্টে রামুর খুনিয়া পালং কাটালিয়া পাড়ার ৪ শিশু মেহেদী (৭), মিজানুর রহমান সাকিব (৯), তামিম (৬) ও রনি (৭) গোসল করতে নেমে নদীর একটি বড় গর্তে পড়ে ডুবে যায়।
×