ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশুদের মুখে হাসি ফোটালেন মুশফিক

প্রকাশিত: ০৭:০৩, ৭ আগস্ট ২০১৫

শিশুদের মুখে হাসি ফোটালেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই ঢাকা শিশু হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে হাজির হয়ে যান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। শিশুদের মাঝে খেলনা উপহার দেন। তাতে শিশুদের মুখে হাসি ফুটে গেল। শিশুদের হাতে খেলনা পৌঁছে দিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিক। সাবেক ক্যাডেট ফোরামের উদ্যোগে আয়োজিত ‘টয়েস আর ইয়োরস’ ইভেন্টের কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ঢাকা শিশু হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে গিয়ে শিশুদের মাঝে খেলনা উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটান এই ক্রিকেটার। এ সময় তিনি শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। শিশুদের মুখে হাসি দেখে বেশ উচ্ছ্বসিত মুশফিক বলেন, ‘শুধু খেলোয়াড় হিসেবে নয়, যার যার নিজ উদ্যোগ থেকে শিশুদের জন্য কিছু করা উচিত। এমন একটি ইভেন্টের সঙ্গে আমি সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। সাবেক ক্যাডেটদের ধন্যবাদ জানাই এমন একটা মহৎ উদ্যোগ নেয়ার জন্য। আজকের শিশুরাই আগামীতে বড় পর্যায়ে যাবে। ছোট বেলাতেই তাদের উৎসাহ দেয়া উচিত। এখানে এমন শিশুও আছে যারা কি না জীবনে খেলনা দেখেইনি, পাওয়া তো দূরের কথা। ইভেন্টটির সঙ্গে আমাদের বাকি ক্রিকেটাররাও আছে। আমি চেষ্টা করব এমন উদ্যোগের সঙ্গে ভবিষ্যতেও থাকার।’ এ সময় নিজের একটি উদ্যোগের কথাও জানান মুশফিক, ‘আমারও একটা পরিকল্পনা আছে। সেটা হলো শিশু-তরুণ-বৃদ্ধদের নিয়ে একটি ফাউন্ডেশন করার। সময় হলে আপনারা জানতে পারবেন। এভাবে যদি সবাই এগিয়ে আসে আমাদের দেশটা অনেক সুন্দর হবে।’ গত মাসে ‘টয়েস আর ইয়োরস’ ইভেন্টের সঙ্গে সম্পৃক্ততা প্রকাশ করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রচারেও অংশ নেন তারা। ইভেন্টটির আয়োজন করে সাবেক-ক্যাডেট ফোরাম। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হাসি ফোটাতে ব্যতিক্রমী এ ইভেন্টের আয়োজন করেছে তারা।
×