ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হারারেতে সিরিজ জয়ের সুযোগ জিম্বাবুইয়ে-নিউজিল্যান্ডের

প্রকাশিত: ০৬:৫৮, ৭ আগস্ট ২০১৫

হারারেতে সিরিজ জয়ের সুযোগ জিম্বাবুইয়ে-নিউজিল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ একটি সুযোগ জিম্বাবুইয়ের সামনে। ঘরের মাটিতে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে আজ জিতলেই ওয়ানডে সিরিজ জিতবে তারা। ২০০১ সালের পর বড় কোন দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি জিম্বাবুইয়ে। বাংলাদেশের বিপক্ষে ২০১৩ সালে সর্বশেষ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিততে পেরেছে ঘরের মাটিতে। তবে ২০০১ সালে নিউজিল্যান্ড সফরে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আসা জিম্বাবুইয়ের সামনে খরা কাটানোর সুযোগ একই দলের বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ১-১ সমতা। যদিও দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে যেভাবে নাস্তানাবুদ হয়েছে স্বাগতিক দল তাতে করে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখা হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ১টায় হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে। গত দুই ওয়ানডের চেয়ে আরও শুকনো এবং খটখটে হয়ে গেছে হারারের উইকেট। কিন্তু সম্প্রতি এখানকার উইকেট যেমন আচরণ করেছে তেমনই থাকবে বলে কিউরেটররা জানিয়েছেন। প্রথম ইনিংসে এবং নতুন বলে কিছুটা বাউন্স ও লাফিয়ে ওঠার প্রবণতা দেখা যাবে। কিন্তু পুরনো বলে এবং বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ধীর এবং ফ্ল্যাট হয়ে যাবে হারারের উইকেট। সে কারণে টস জিতলে যে কোন দলই প্রথমে ব্যাটিং করার ইচ্ছাই প্রকাশ করবে। তবে এর মধ্যে পরিবেশের কারণে কোন পরিবর্তন আসলে ভিন্ন কিছ্ওু করতে পারেন দু’দলের অধিনায়ক। দুই ওয়ানডেতে উভয় দলের ব্যাটিং নৈপুণ্য ছিল বেশ ভাল। তবে বোলাররা যুতসই কিছু করতে পারেননি। বিশেষ করে স্বাগতিক জিম্বাবুইয়ের বোলাররা দ্বিতীয় ওয়ানডেতে কোন প্রভাবই খাটাতে পারেননি নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের ওপর। তিনাশে পানিয়াঙ্গারা, ক্রিস্টোফার এমপোফু, গ্রায়েম ক্রেমার ও প্রসপার উতসেয়া নিয়ে গড়া বোলিং বিভাগ নিয়ে নতুন কিছু ভাবতে হবে আজ তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য। এ বছর এ চতুষ্টয় জিম্বাবুইয়ের জন্য আহামরি কোন সাফল্য পাইয়ে দিতে ব্যর্থ হয়েছেন ৯১.২৫ গড়ে মাত্র ১৬ উইকেট শিকার করতে পেরেছেন তারা। এ কারণে আজ বিকল্পের সন্ধানে নেভিল মাদজিভা কিংবা অফস্পিনার জন নিয়ুম্বুকে একাদশে নিতে পারে জিম্বাবুইয়ে। ভারতের বিপক্ষে দুই ওয়ানডে খেলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মাদজিভা, নিয়েছেন ৬ উইকেট। তবে ব্যাটিংয়ের দিক থেকে হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা উজ্জ্বলতা ছড়িয়েছেন। অবশ্য অধিনায়ক এলটন চিগুম্বুরা পাকিস্তান ও ভারতের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকালেও বাকি ম্যাচগুলোয় করেছেন ৯, ১০, ২৬ ও ৫ রান। দলকে সিরিজ জয়ী করতে অধিনায়ক হিসেবে জ্বলে ওঠা জরুরী চিগুম্বুরার।
×