ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাভাইয়ের প্রধান উপদেষ্টা লুৎফর গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৬, ৭ আগস্ট ২০১৫

বাংলাভাইয়ের প্রধান উপদেষ্টা লুৎফর গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির শীর্ষ নেতা প্রয়াত সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শিকদারী বাজার থেকে র‌্যাব রাজশাহীর সদস্যরা তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১০টি হত্যা মামলাসহ একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত লুৎফর রহমান বাগমারার দক্ষিণ মাঝগ্রাম এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি নওগাঁর আত্রাই থানার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। গ্রেফতারের পর র‌্যাব রাজশাহীর রেলওয়ে কলোনিতে সংবাদ সম্মেলন করা হয়। র‌্যাব জানায়, লুৎফর রহমান গোপনে ওই এলাকায় আবার সন্ত্রাসী কর্মকা- ঘটানোর জন্য জেএমবিকে সংগঠিত করছিল বলে র‌্যাবের কাছে অভিযোগ আছে। বাংলাভাইয়ের ক্যাডার সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই ও জেএমবির নেতা প্রয়াত শায়েখ আব্দুর রহমান গ্রেফতার ও ফাঁসির রায় কার্যকরের থেকেই দীর্ঘদিন ধরে প্রফেসর লুৎফর রহমান পলাতক ছিলেন। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে প্রফেসর লুৎফর রহমান শিকদারী বাজারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলা ১১টায় তাকে শিকদারী বাজার থেকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় তৎকালীন বাংলাভাই ও জেএমবির সহযোগী এবং প্রধান উপদেষ্টা হিসাবে বাগমারায় কাজ করত প্রফেসর লুৎফর রহমান। লুৎফর রহমান বাংলাভাই ও জেএমবির সহযোগিতায় এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তোলেছিল। সাধারণ মানুষদের ভয়ভীতি দেখানো নির্যাতন লুটপাটসহ বিভিন্ন কার্মকা-ের সঙ্গে সে জড়িত ছিল। তার বিরুদ্ধে বাগমারা ও এর আশপাশের থানায় ১০টি হত্যা মামলা রয়েছে।
×