ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৮:৪৪, ৬ আগস্ট ২০১৫

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি  পরোয়ানা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ আগস্ট ॥ ঝিনাইদহে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে দুটি মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঝিনাইদহের কোটচাঁদপুর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন এ আদেশ দেন। মামলার আসামিরা হলেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান ও স্থানীয় সাংবাদিক সুব্রত সরকার। উল্লেখ্য, গত ২৭ মে ‘কলের লাঙ্গলের ভর্তুকির টাকার সিংহভাগ সরকারী দলের নেতাদের পকেটে’ শিরোনামে ও ২ জুলাই ‘প্রথম আলোর খবর অসত্য নয়, এখনো পাঁচজন লাঙ্গল কেনেননি’ শিরোনামে প্রথম আলো একাধিক রিপোর্ট প্রকাশ করে। ওই রিপোর্র্টের প্রেক্ষিতে গত ৭, ১২, ১৩ ও ২৬ জুলাই প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ঝিনাইদহ আদালতে ২টি চাঁদাবাজি মামলা ও ৮টি মানহানি মামলা এবং কোটচাঁদপুর থানায় এক টি জিডি করা হয়।
×