ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিরোশিমা দিবসে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’

প্রকাশিত: ০৭:১৩, ৬ আগস্ট ২০১৫

হিরোশিমা দিবসে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’

সংস্কৃতি ডেস্ক ॥ আজ ৬ আগস্ট। হিরোশিমা দিবস। হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৭০ বছর পূর্তি উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার নানা আনুষ্ঠানিকতায় ‘হিরোশিমা দিবস-২০১৫’ পালন করা হবে। ‘হিরোশিমা দিবসের অনুষ্ঠানমালায় আজ বিকাল ৫টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে হিরোশিমা-নাগাসাকি ভিত্তিক যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় মিলনায়তনে যুদ্ধ থেকে শিশুদের মুক্তি প্রার্থনায় যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপানী শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ এবং সংক্ষিপ্ত যুদ্ধবিরোধী আলোচনা। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘ত্রিংশ শতাব্দী’। হিরোশিমা দিবস উপলক্ষে এদিন নাট্যপ্রদর্শনীসহ সকল আয়োজন সবার জন্য উন্মুক্ত। ভিডিও টিউটোরিয়ালে তিন তারকা সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি ওয়ালটনের ১২টি ভিডিও টিউটোরিয়ালে কাজ করলেন জনপ্রিয় তিন তারকা নওশীন, নাবিলা এবং তানিয়া। তরুণ বিজ্ঞাপন নির্মাতা কাফি আমান এফডিসির সাত নম্বর ফ্লোরে এ ভিডিও টিউটোরিয়ালগুলোর শূটিং করেছেন। এর মধ্যে জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশীন ওয়ালটনের মাইক্রোওয়েভ ওভেন, এয়ার ফ্রায়ার, গ্যাসস্টোভ, স্ট্যান্ড মিক্সার, ফুড প্রসেসর, ইন্ডাকশন কুকার ও মাল্টি ফাংশন সেøা জুসার এ সাতটি পণ্যের ভিডিও টিউটোরিয়ালে মডেল হয়েছেন।
×