ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেজার ভিশনের তিন এ্যালবাম

প্রকাশিত: ০৭:১২, ৬ আগস্ট ২০১৫

লেজার ভিশনের তিন এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসকে সামনে রেখে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন রবীন্দ্রসঙ্গীতের তিনটি অডিও এ্যালবাম প্রকাশ করছে। এগুলো হলো-‘রাগ রবি’, ‘ভরা থাক স্মৃতি সুধায়’ ও ‘প্রাণের পরে’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম জানান, রবীন্দ্রসঙ্গীতের মিক্সড এ্যালবাম ‘রাগ রবি’তে মোট ৯টি গান রয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী, অজয় মিত্র, অনুরাধা সেনগুপ্ত, বুলবুল ইসলাম, অনিমা রায় ও প্রিয়াংকা গোপ। এ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন অজয় মিত্র। ‘ভরা থাক স্মৃতি সুধায়’ নামের এ্যালবামে গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী কামাল আহমেদ। সঙ্গীতায়োজন করেছেন কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়। এ্যালবামটিতে রবীন্দ্রনাথের জনপ্রিয় মোট ১২টি গান রয়েছে। এছাড়া ‘প্রাণের পরে’ শিরোনামের এ্যালবামটিতে একক কণ্ঠ দিয়েছেন নবীন প্রতিভাবান রবীন্দ্র সঙ্গীতশিল্পী মৃদুলা। শিল্পীর প্রথম একক অডিও এ এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন অজয় মিত্র। এতে রবীন্দ্রনাথের ৮টি জনপ্রিয় গান রয়েছে। এ্যালবামের গানগুলো রবীন্দ্র ভক্ত শ্রোতাদের ভাল লাগবে বলে আশা করেন লেজারভিশন কর্তৃপক্ষ। খুলনায় বিভাগীয় যাত্রা সম্মেলন শনিবার ‘যাত্রাশিল্পের জন্যে চাই এক নির্মল সকাল’ শ্লোগান নিয়ে আগামী শনিবার সকালে খুলনার সোনাডাঙ্গায় নবপল্লী কমিউনিটি সেন্টারে বিভাগীয় যাত্রা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন খুলনা ২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. নাজমুল আহসান দিপু, স্বপন কুমার গুহ প্রমুখ। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা ও শোক সঙ্গীত। -বিজ্ঞপ্তি
×