ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছোট পর্দার আয়োজন

প্রকাশিত: ০৭:১২, ৬ আগস্ট ২০১৫

ছোট পর্দার আয়োজন

সংস্কৃতি ডেক্স ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনগুলো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। রবীন্দ্র প্রয়াণ দিবসে বিশেষ আয়োজন নিয়ে এ প্রতিবেদন। চ্যানেল আই : রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এরই ধারাবাহিকতায় আজ ৬ আগস্ট বৃহস্পতিবার রাত ৮-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘২২ শে শ্রাবন’। এতে অংশ নেবেন গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়। অনুষ্ঠানে সূচনা পাঠে অংশ নেবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এই প্রথমবারের মতো এমন রবীন্দ্রপাঠ ও গান নিয়ে একসঙ্গে কোনো টিভি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সৈয়দ শামসুল হক ও অণিমা রায়। এতে ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন লোকেশনে নির্মিত অণিমা রায়ের গাওয়া ৪টি নতুন গান দেখানো হবে। গানগুলো হলো এমনও দিনে তারে বলা যায়, অলি বারবার ফিরে, মাঝে মাঝে তব দেখা পায়, ভালবাসি ভালবাসি। গানগুলি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এ অনুষ্ঠান প্রসঙ্গে অণিমা বলেন, বিশেষ এ দিনের প্রতি অর্ঘ্য হিসেবেই কাজটি করা। এছাড়া আমার গানগুলির সঙ্গে সৈয়দ শামসুল হকের মতো এমন কিংবদন্তীর পাঠ আরও সমৃদ্ধ করবে। দেশবরেণ্য কবি, সাহিত্যিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও শিল্পীদের অংশগ্রহণে গান, আলোচনা, কবিতা ও আবৃত্তি নিয়ে ৬ আগস্ট সকাল সাড়ে ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রচার হবে স্মরণে বরণে ‘সারাদিন রবীন্দ্রনাথ’। দুপুর সাড়ে ৩টায় এ সপ্তাহের বিশেষ চলচ্চিত্র হিসেবে প্রচার হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘সুভা’। অভিনয়ে সাকিব খান, পূর্ণিমা, তুষার খান প্রমুখ। সন্ধ্যা ৭-৫০ মিনিটে দেখানো হবে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণে বিশেষ রবীন্দ্র সঙ্গীতানুষ্ঠান। এছাড়া আগামীকাল ৭ আগস্ট চ্যানেল আইয়ের দুপুর ২টার সংবাদের পর প্রচার হবে সুপার মম বেবী ডায়পার নিবেদিত এ সপ্তাহের টেলিফিল্ম ‘চোরাই ধন’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে টেলিফিল্মটি পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন সুর্বণা মুস্তাফা, গাজী রাকায়েত প্রমুখ। এর আগেবুধবার বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হয় লাক্স মাঝ দুপুরের টেলিফিল্ম ‘নিশীথে’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে টেলিফিল্মটি নির্মাণ করেছেন সতীর্থ রহমান। অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, শাহেদ শরীফ খান, মুন, আবদুল্লাহ রানা, ডা. এজাজুল ইসলাম প্রমুখ। মাছরাঙা টেলিভিশনের আয়োজন : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯-৩০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ অবলম্বনে নূরুল আলম আতিক পরিচালিত নাটক ‘ছুটি’। সকাল ১১-৩০ মিনিটে থাকছে খ্যাতিমান সঙ্গীতশিল্পী কাদেরী কিবরিয়ার একক সঙ্গীতানুষ্ঠান ‘দিনের শেষে ঘুমের দেশে’। বেলা ২-৩০ মিনিটে ‘ফেয়ার এ্যান্ড লাভলী সিনেটিউন’-এ থাকছে রবীন্দ্রনাথের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রের গান। সন্ধ্যা ৭-৫০ মিনিটে রয়েছে টেলিফিল্ম ‘শেষের রাত্রি’। অঞ্জন আইচের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয়মুখ সারিকা। তার বিপরীতে রয়েছেন পৃথু। এছাড়া আরও অভিনয় করেছেন ডলি জহুর, রেজওয়ানা লোপা, মৃনাল দত্ত প্রমুখ। গল্পে দেখা যাবে, অজানা এক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যতীন। বিছানায় শুয়ে শুয়ে যেন জীবনের শেষ দিনটির অপেক্ষা করছে। স্ত্রী থাকলেও মাসীই সার্বক্ষণিক তার দেখাশোনা করেন। রূপে গুণে দুর্গা প্রতিমাতূল্য স্ত্রী মনি সেবা শুশ্রƒষা তো দূরের কথা স্বামী যে বিদায়ী পথযাত্রী সেটা নিয়েও তার কোন বিকার নেই। ছেলেমানুষিতেই সারাবেলা কাটে তার। যতীন বউয়ের কথা জানতে চাইলে বানিয়ে বানিয়ে মিথ্যা গল্প করতে করতে মাসীও একসময় ক্লান্ত হয়ে পড়ে। একপর্যায়ে যতীন বুঝে ফেলে মাসী মিথ্যার আশ্রয় নিয়েছে। ধীরে ধীরে সময় ফুরিয়ে আসছে তার। রবীন্দ্রনাথের গান ও কবিতার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান ‘যদি প্রেম দিলে না প্রাণে’ প্রচার হবে রাত ৯-২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিন শফিক। রাত ১১টায় সরাসরি অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গান পরিবেশন করবেন জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাদী মহম্মদ ও তানজিনা তমা। ইটিভির আয়োজন : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুত্যুবার্ষিকী উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। এ উপলক্ষে আজ সকাল ৭-৪৫মিনিটে প্রচার হবে বিশেষ একুশের সকাল। সকাল ৯-৩০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মনিহারা’। রবীন্দ্রনাথ ঠাকুরের মূলগল্প অবলম্বনে অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজান, মনিরাজসহ আরও অনেকে। বেলা ১২টায় প্রচার হবে বিশেষ একুশের দুপুর। সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ একুশের সন্ধ্যা। রিয়াজুম মনির শৈবালের প্রযোজনায় রাত ৭-৫০মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘তুমি রবে নিরবে’। রোকেয়া প্রাচী ও সুমনা সোমার যৌথ উস্থাপনায় এবং মরিয়ম মারিয়র প্রযোজনায় ‘অন্য রকম রবীন্দ্রনাথ’ প্রচার হবে রাত ৮-২০মিনিটে। অঞ্জন আইচের পরিচালনায় রাত ১০টা ১০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ক্ষুদিত পাষান’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, জয়ন্ত চট্টপধ্যায়সহ আরও অনেকে। এনটিভির বিশেষ আয়োজন : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ এনটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার হবে। এর মধ্যে ভোর ৬-১৫ মিনিটে প্রচার হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘নতুন কন্ঠে রবীন্দ্রনাথ’। মুনমুনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও মনোবিজ্ঞানী মেহতাব খানম। ভোর ৬-৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের প্রার্থনা’। কৃষ্ণকলি ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলফ্রেড খোকন। দুপুর ১২-২০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘অপরিচিতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন-বিদ্যা সিনহা সাহা মীম, সাব্বির আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবিহা জামান, অশোক ব্যাপারী প্রমুখ। বেলা ১-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রতিদিনের সূর্য’। লোপা মমতাজের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলফ্রেড খোকন। অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন বদরুদ্দিন উমর, ড. খালিকুজ্জামান ইলিয়াস ও রাজু আলাউদ্দিন। বেলা ২-৩০ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্র্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবিষ ধরা মাঝে’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাহাঙ্গীর চৌধুরী। মৃদৃলা মতিনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি থাকবেন অদিতি মহসীন, আজিজুর রহমান তুহিন ও মাহিদুল ইসলাম। বিকেল ৫-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘ভাবনায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ভাবনা’। অংশগ্রহণ করেছেন চাঁদনী, আনিসুর রহমান মিলন, আজিজুর রহমান তুহিন, নাজনীন চুমকি, সীমা হুদা প্রমুখ। সন্ধ্যা ৬-৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘জয় জয়ন্তী’। ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন- নিশা, তাজিয়া, চাঁদনী, সোহেল, তিথি ও জয়ন্তী। রাত ৯টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ অবলম্বনে কাহিনীচিত্র ‘প্রণয়িনী’। নাটকটির সংলাপ লিখেছেন উর্মি মোস্তফা। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন রওনক হাসান, তারিন, মনোজ কুমার প্রামানিক, খলিলুর রহমান কাদেরী, বাকার বকুল, বাপ্পি সাইফ প্রমূখ। নাটকে দেখা যাবে জমিদার যতীন পালার অভিনেত্রী, সুন্দরী পদ্মর রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পরে। কিন্তু এক সময় সে অনুভব করে বাহ্যিক সৌন্দর্য্য নয়, মানসিক সৌন্দর্য্যরে প্রতি তার আসক্তি। সেই মানসিক সৌন্দর্য্যরে প্রকাশ সে দেখতে পায় দামিনীর মাঝে। আরটিভিতে নাটক ‘মাল্যদান’ : রবীন্দ্র মৃত্যুবার্ষিকীতে আজ আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘মাল্যদান’ । রবীন্দ্রনাথের গল্পের নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিশা, আরমান পারভেজ মুরাদ, সাব্বির আহমেদ, বন্যা মির্জা প্রমুখ। নাটকটি আজ বৃহস্পতিবার, বিকেল ৫ টায় আরটিভিতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে, সন্তানহীন পটল কুড়ানী নামক ১৭/১৮ বছরের একটি মেয়েকে কুড়িয়ে পায়। তাকে নিয়ে খেলা করে পটলের সারাদিন চলে যায়। ক’দিন পর যতীন পটলের বাড়ি বেড়াতে আসলে, ভাইকে বিয়ে করানোর জন্য পটলের তোড়জোড় শুরু হয়ে যায়। নানাভাবে ভাইকে বিয়েতে রাজি করানোর জন্য পটল ও যতীন এর তর্ক যুদ্ধ চলে। একদিন পটল কুড়ানীকে ফুলের মালা দিয়ে যতীনের ঘরে পাঠিয়ে দেয়। পটলের এই দুষ্টুমিতে যতীন খুবই ক্ষেপে যায়, ওদিকে মনে মনে যতীনকে স্বামী ভেবেই কুড়ানী মালা নিয়ে গিয়েছিলো, যতীন তাকে বলে এটা পটলের দুষ্টুমি। কুড়ানী ভীষণ মনকষ্ট পায়। কয়েকদিন পর যতীন আবার হাসপাতালের কাজে ফিরে গেলে মনকষ্টে কুড়ানী পটলের বাড়ি ছেড়ে চলে যায়। সেই কষ্টে পটলের নাওয়া খাওয়া বন্ধ। পটলের স্বামী সারাদিন কাজ বাদ দিয়ে কুড়ানীকে খুঁজে বেড়ায়। একদিন যতীন হাসপাতালে গিয়ে জানতে পারে, স্ত্রী বিভাগে একজন নতুন রোগী আসিয়াছে যার প্লেগ হয়েছে। যতীন হাসপাতালে গিয়ে দেখতে পায় কুড়ানীকে, পুলিশ তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে।
×