ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-পাকিস্তান মহিলা ক্রিকেট সিরিজ

পাকিস্তানে নিরাপত্তা দল পাঠাবে বিসিবি

প্রকাশিত: ০৪:৩৪, ৬ আগস্ট ২০১৫

পাকিস্তানে নিরাপত্তা দল পাঠাবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ আর দুই মাস পর পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ মহিলা ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এ নিয়ে তৎপর। সেখানে পাকিস্তান মহিলা ক্রিকেটারদের সঙ্গে সিরিজ খেলার কথা। এ জন্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শীঘ্রই সেখানে একটি নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাবে বিসিবি। এ বিষষে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘পিসিবি আমাদের প্রস্তাব পাঠিয়ে ছিল। তাছাড়া বর্তমানে আমাদের মেয়েদের দলটির এমনিতে তেমন খেলা নেই। দেশের বাইরে খেলতেও তারা উন্মুখ হয়ে আছে। এ জন্য আমরা ঠিক করেছি, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখতে একটি প্রতিনিধি দল পাঠাব আমরা। বাংলাদেশের মহিলা দল পাকিস্তান সফরে যাবে। তাই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল সেখানে যাবে। তবে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।’ গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান শাহরিয়ার খান বাংলাদেশ সফরে আসার সময় থেকেই এই সফরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা চলছিল। লাহোরে মেয়েদের একটি একাডেমি টুর্নামেন্টে খেলার বিষয়েও আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটা আর বেশি দূর এগোয়নি। বর্তমানে বাংলাদেশের একটি দলকে পাকিস্তানে নেয়ার বিষয়ে পিসিবির উদ্যোগ এবার গতি পেয়েছে আরেকটু। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী মঙ্গলবার জানালেন, পিসিবির প্রস্তাব গুরুত্ব দিয়েই তারা ভাবছেন। তবে দুই একদিনের মধ্যে এ বিষয়টির সুষ্ঠু সমাধান হবে বলেও আত্মবিশ্বাসী বিসিবির প্রধান নির্বাহী। এ বিষয়ে নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর তারিখ এখনও ঠিক হয়নি। তবে দু-একদিনের মধ্যে তারিখ ঠিক হয়ে যাবে। আর এ সফরটি হলে সেটা হবে অক্টোবরে। সময় তাই খুব বেশি নেই। তাই তো সেখানে শীঘ্রই একটি প্রতিনিধি দল পাঠানোর তারিখ চূড়ান্ত করা হবে।’ তবে সালমারা বিদেশে খেলতে ‘উন্মুখ’ হলেও পাকিস্তান যেতে তারা রাজি কি না, সেটা অবশ্য এখনও জানতে চায়নি বিসিবি। নিজাম উদ্দিন চৌধুরী জানান, সময় হলেই তারা জানতে চাইবেন। এ প্রসঙ্গে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এখনও অনেক প্রক্রিয়া বাকি। পরিদর্শক দল গিয়ে এসে রিপোর্ট দেবে। এখানে আমাদের হাইকমিশন, বাংলাদেশ সরকারের সবুজ সঙ্কেতের বিষয় আছে। তবে সবকিছুর পর সফর হলে মেয়েদের মতামত অবশ্যই নেয়া হবে।’
×